মালদহ : জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে শিয়ালের দল। চালাচ্ছে আক্রমণ। শিয়ালের আক্রমণে আহত হয়েছেন প্রায় ৪০ জন। যার মধ্যে গুরুতর আহত ২০ জন।
বৃহস্পতিবার ভোরের দিকে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার হরদমনগর গ্রামে কিছু মানুষ প্রাতঃভ্রমনে বেড়িয়ে ছিলেন। অনেকে আবার নগর সংকীর্তন করবেন বলে একত্রিত হয়েছিলেন মন্দিরের সামনে। অনেকে বাড়ির গোয়ালঘরে কাজ করছিলেন । সেই সময় আচমকাই একদল শিয়াল ঢুকে পড়ে। চালায় দেদার আক্রমণ। অতর্কিতে শিয়ালের এই আক্রমণের সামনে পড়ে আহত হয়েছেন প্রায় ৪০ জন। হাত পা মুখের মাংস খুবলে তুলে নিয়েছে শিয়ালগুলি । এদের মধ্যে ২০ জন গুরুতর জখম হয়েছেন শিয়ালের কামড়ে। আহতদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে।
আরও পড়ুন – পূর্ব বর্ধমানে হাতির তাণ্ডবে জখম এক ব্যক্তি
অন্যদিকে গ্রামের মানুষ জন মহিলা থেকে শিশু সকলেই রাস্তায় বেড়ানো বন্ধ করে দিয়েছে শিয়ালের ভয়ে। সন্ধ্যার পর বিভিন্ন লোকেরা লাঠি হাতে রাস্তায় চলাচল করছে। শিয়াল নিয়ে গ্রামের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। গ্রামবাসীদের বক্তব্য একসঙ্গে ২০ থেকে ২৫ টি করে শেয়াল থাকছে এক একটি দলে। এই রকম সাত থেকে আটটি শেয়ালের দল এই গ্রামের মধ্যে দেখা গিয়েছে। দিনদিন শিয়ালের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে হরিশ্চন্দ্রপুরের মানুষ আতঙ্কিত।
অন্যদিকে এই অতর্কিত আক্রমণে ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। দুটি শিয়াল পিটিয়ে মেরে ফেলে তাঁরা। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শিয়াল হত্যা অপরাধ। কিন্তু এই শিয়াল হত্যা নিয়ে পুলিশ বা বনদফতর এখন পর্যন্ত কোনও মামলা রুজু করেনি। এমনকী শিয়ালের তাণ্ডব রুখতেও এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে।