বসিরহাট : ছেলে মাদকাসক্ত। তাই নিয়ে মাঝে মধ্যেই মায়ের সঙ্গে লেগে যেত অশান্তি। মদ খাওয়ার টাকা না থাকায় মায়ের কাছ থেকে টাকা চাইতে গেলে ফের বচসা বাঁধে। মা টাকা দেবেন না বলে জানিয়ে দিতে মাকে খুন করে ছেলে। ঘটনাটি ঘটেছে বসিহাট মহকুমার ন্যাজাট থানা ঘোষপুর গজালিয়া গ্রামে।
ধৃত ছেলের নাম ঈশ্বর বর (২৮) , সে দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিল। এই নিয়ে বৃদ্ধা মা শিবানী বরের সঙ্গে তার প্রায় ঝামেলা হতো। তাঁর স্বামী এক বছর আগেই মারা গেছে। সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে তাঁর সংসার চলত। ছেলে কোনও রকম ভাবে দিনমজুরের কাজ করতো। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বর মদ খেয়ে এসে মাকে অশ্লীল ভাষায় গালি দিত এবং তাঁকে মারধর করত। দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছিল। এরপর একদিন ছেলে ও মায়ের মধ্যে প্রচন্ড ঝামেলা হলে সালিশি সভা ডাকা হয়। কিন্তু সেখানেও সমস্যার সমাধান হয়নি। এরপর মদ খাওয়ার টাকা না থাকলে মায়ের কাছ থেকে তাঁর সরকারি প্রকল্পের টাকা চায় ঈশ্বর। কিন্তু মা শিবানী ছেলেকে টাকা দেননি। এরপর গত মঙ্গলবার থেকেই শিবানী বরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ন্যাজাটের জেটিঘাট থেকে শিবানী বরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনা চাঞ্চল্য ছড়ায়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ছেলে ঈশ্বর পরিকল্পনা করে মাকে মেরে জেটিঘাটে রেখে দিয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে ছেলেকে গ্রেফতার করা হয়। পুলিশের জেরায় মাকে খুনের কথা স্বীকার করেছে সে। ঈশ্বরকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এই খুনের পেছনে অন্য কোনও কারণ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। ঈশ্বরের মায়ের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : রাস্তা তৈরি নিয়ে বড়সড় দুর্নীতি প্রকাশ্যে এল