জলপাইগুড়ি: একেবারে দিনে দুপুরে ডাকাতি৷ তবে সোনার গয়না, টাকা-পয়সার বদলে গৃহস্থের ঘর থেকে গরু চুরি করে বিনা বাধায় পালিয়ে গেল দুষ্কৃতীরা৷
সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে বাংলাদেশি দুষ্কৃতীদের গরু চুরির ঘটনা নতুন নয়৷ তবে জলপাইগুড়ির রাজগঞ্জের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের পীড় গছ গ্রামে গরু পাচারকারীদের উৎপাত তেমন ছিল না বলেই জানা গিয়েছে৷ কিন্তু বুধবার দুপুরে গ্রামে পা পড়ে পাচারকারীদের৷ গ্রামবাসীদের নাকের ডগা দিয়ে গরু চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ এই ঘটনায় গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ দিনের বেলায় এভাবে গরু চুরির ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা৷ প্রশ্ন তোলেন বিএসএফের ভূমিকা নিয়ে৷ অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে সেখানে সীমান্তরক্ষী বাহিনীর দেখা মেলেনি৷ যদিও বিএসএফের তরফে এব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷
আরও পড়ুন: শালবনের পাথরী গ্রামে হাতির তাণ্ডব, দফারফা ধানজমি
এই জায়গার কাঁটাতার কেটে ভারতে ঢোকে বাংলাদেশি দুষ্কৃতীরা৷ বৃহস্পতিবার৷ নিজস্ব চিত্র৷
ইতিমধ্যে গরু চুরির ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ কলকাতা টিভি ডিজিটাল ডেস্ক অবশ্য ভিডিও-র সত্যতা যাচাই করেনি৷ তবে জানা গিয়েছে, বুধবার দুপুরে কাঁটা তারের ফেন্সিং কেটে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে একদল বাংলাদেশি দুষ্কৃতী৷ এর পর সবার নজর এড়িয়ে সীমান্তবর্তী গ্রাম থেকে গরু চুরি করে ওই রাস্তা দিয়েই পালিয়ে যায় তারা৷ কিন্তু পালিয়ে যাওয়ার সময় কোনওভাবে গ্রামবাসীরা টের পেয়ে যান৷ তাঁরা দুষ্কৃতীদের ধাওয়া করে ওই কাঁটা তারের সামনে এসে পড়েন৷ গিয়ে দেখেন, ততক্ষণে সীমান্ত পেরিয়ে অনেকটা দূর চলে গিয়েছে দুষ্কৃতীরা৷
আরও পড়ুন: ত্রিপুরা পুরভোটের তৃণমূল মহিলা প্রার্থীর বাড়িতে হামলা বিজেপির, অভিযোগ বাংলার শাসক দলের
ওই কাঁটা তারের সামনে দাঁড়িয়েই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা৷ প্রশ্ন তোলেন, বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়ে৷ তাঁদের প্রশ্ন, বিএসএফের নজরদারি এড়িয়ে কীভাবে দুষ্কৃতীরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকল? কাঁটা তার কেটে গ্রামে ঢুকে গরু চুরি করে ফের ওই রাস্তা দিয়ে পালাতেও তো অনেক সময় লেগেছে দুষ্কৃতীদের৷ কিন্তু এতক্ষণ বিএসএফের কোনও দেখা মেলেনি৷ কোথায় ছিলেন জওয়ানরা? তাঁদের দীর্ঘক্ষণ অনুপস্থিতির জেরেই বিনা বাধায় দুষ্কৃতীরা কুকীর্তি করে পালিয়ে যেতে পেরেছে৷ একটি ফুটেজে দেখা গিয়েছে, অনেক পরে বিএসএফের পোশাকে এক জওয়ান ওখানে হাজির হন৷ তবে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷