শালবনী: বৃহস্পতিবার ভোর থেকেই হাতির তাণ্ডব। লোকালয়ে হাতি ঢুকে পড়ায় আতঙ্কে গোটা গ্রাম। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক ধানজমি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনীর পাথরী গ্রাম সংলগ্ন এলাকায়।
গত দুই সপ্তাহ ধরেই শালবনি ও মেদিনীপুর সদর ব্লকের বিস্তীর্ণ এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। নষ্ট করছে পাকা ধানের জমি। এই দলের মধ্যে সম্প্রতি একটি দলকে মানিক পাড়ার দিকে পাঠাতে সক্ষম হয়েছে বনদফতর।
তবে, অন্য একটি দল এখনও লোকালয়ের কাছেই রয়েছে। নষ্ট করছে ধান জমি। ঢুকে পড়ছে লোকালয়ে। এই দলে হস্তিশাবক সহ প্রায় ১৯ টি হাতি রয়েছে। হস্তি শাবক থাকার কারণে এই দলটিকে তাড়াতে পারেনি বন দফতর। কারণ হস্তিশাবক থাকার কারণে তাড়াতে গেলে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে।
হাতি তাড়ানোর চেষ্টায় আতঙ্কিত গ্রামবাসী
আরও পড়ুন – পাগলা কুকুরের কামড়ে এক দিনেই জখম ৩৮
সেই দলের হাতিগুলি বৃহস্পতিবার ভোর থেকে পাথরী গ্রাম সংলগ্ন এলাকায় তাণ্ডব চালায়। গ্রামের পাশে থাকা সবজির জমি, ধানের জমিতে নেমে যায়। ফসল খেয়ে নষ্ট করে দেয় খেত। ফলে, ভোর থেকেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ওই গ্রাম এবং আশেপাশের গ্রামগুলিতে।