ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে বেশ পরিচিত নাম শেফালি শাহ। একের পর এক সিরিজে অভিনয় করে দর্শকের মন কেড়েছেন তিনি। এবার সেই শেফালিই একটু অন্যরকম রূপে। রিল নয়, রিয়েল লাইফেই অন্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।
আমেদাবাদে নতুন রেস্তোরাঁ খুললেন অভিনেত্রী। রেস্তোরাঁর নাম ‘জলসা’। অভিনয়ের পাশাপাশি আঁকা এবং লেখালেখিটা শেফালির প্যাশন। রান্না করতে আর লোকজনকে খাওয়াতেও দারুণ পছন্দ করেন তিনি। লকডাউনের সময়ে সোশ্যাল সাইটে দিব্যি বোঝা গেছে শেফালির রান্নার প্যাশনটাও। এবার সেই প্যাশনটাকেই কাজে লাগালেন অভিনেত্রী।
হসপিটালি বিজনেসে শেফালির সঙ্গে পার্টনারশিপে রয়েছেন অভিজ্ঞতাসম্পন্ন এক সঙ্গী। ‘জলসা’-র অন্দরসজ্জা থেকে শুরু করে দেওয়ালের পেন্টিং- সবটাই নিজের হাতে করেছেন শেফালি। তিনি মনে করেন জীবনটা আসলে সেলিব্রেট করার জন্যেই। বন্ধু- বান্ধব-পরিবার, নাচ- গান, খাওয়া-দাওয়া- আনন্দ সবটাই জীবনের অঙ্গ। ‘জলসা’-য় এই সব কিছুই থাকছে। খাওয়া- দাওয়া- আনন্দের কার্নিভাল হতে চলেছে জলসা। এখানে আনন্দের কোনও শেষ নেই। রেস্তোরাঁ শুরুর আগে এমনটাই বলছেন অভিনেত্রী শেফালি শাহ্।