পায়ের চোট সারিয়ে আবার শ্যুটিংয়ের কাজে ফিরেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। কিছুদিন আগেই পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকির রোমান্টিক কমেডি ছবি ‘লাভ ম্যারেজ ‘ এর শ্যুটি বন্ধ রেখেই বিশ্রাম নিতে বাধ্য হয়েছিলেন অভিনেতা। কারণ তার পায়ের চোট।
পুজোর আগেই অন্য একটি ছবির শ্যুটিংয়ে স্টান্ট করতে গিয়ে তাঁর পায়ের শিরায় আঘাত পায়, কিন্তু তিনি সেই আঘাত নিয়েই প্রায় পঞ্চাশ দিন শ্যুটিংয়ের কাজ করেন। তবে পর পর কাজ করার ফলে ‘লাভ ম্যারেজ ‘ ছবির শ্যুটিংয়ের সময় আঘাত গুরুতর হয়ে যায়, তখন বাধ্য হয়েই তাকে বেড রেস্ট এ থাকতে হয় সে কথা তিনি নিজেই জানান।
ইতিমধ্যেই অবশ্য সুস্থ হয়ে তিনি আবার শ্যুটিংয়ে ফিরে গেছেন। সেরে ফেলেছেন তাঁর অন্য ছবির ডাবিং। অঙ্কুশ জানান, এখন তিনি সুস্থ, পা ভালো আছে তাই আবার শ্যুটিংয়ের কাজ শুরুকরে দিয়েছেন , তিনি আরও জানান, আপাতত ‘লাভ ম্যারেজ ‘ ছবির এবারের স্কেডিউলের কাজ শেষ করলেন। আবার পরের স্কেডিউল শ্যুটিংয়ের কাজ শুরু হবে কিছুটা বিরতির পর।
এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন তাঁর রিয়েল লাইফ প্রেমিকা ঐন্দ্রিলা। প্রসঙ্গত কিছুদিন আগেই অঙ্কুশ বিশেষ কিছু কারণে ‘মৃগয়া ‘ ছবিটি ছেড়ে দেন। আপাতত আবার কাজে ফিরে খুব খুশি তিনি। দর্শকদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।