এবার কী পর্দায় দেখা যাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তকে! সূত্রের খবর রবীন্দ্রনাথকে কেন্দ্র করে একটি প্রিয় ড্রামা তৈরি করতে চলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। নতুন বছরের শুরুতে এই ছবির শুটিং শুরু হতে পারে। পরিচালক দেবালয় এর কাছে রবীন্দ্রনাথকে নিয়ে এই নতুন প্রজেক্ট নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ। তবে জানা যাচ্ছে রবীন্দ্রনাথের বৃদ্ধ বয়সের সময় কাল ফুটে উঠবে এই ছবির গল্পে। বিশ্বকবির কৈশোর-যৌবন এর সময়কাল পরিচালক দেখাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে কি যীশু কবির বার্ধক্য সময়কালের ভূমিকায় অভিনয় করবেন? তবে ছবিতে যীশু ছাড়া আর কে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত জানা যায়নি। তবে এ ব্যাপারে যীশু কিংবা দেবালয় কেউ প্রকাশ্যে এখনো কিছু বলেনি। এই মুহূর্তে যীশু টলিউড ছাড়াও বেশকিছু কাজ করছেন। এমনকি কয়েকটি দক্ষিণী ছবিতেও তাঁকে দেখা যাবে। বাংলার বাইরে যীশুর ভক্ত সংখ্যা ক্রমশ বাড়ছে। যীশুর সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুরো ব্যাপারটা সিদ্ধান্ত নিতে চলেছেন পরিচালক দেবালয়।
‘চরিত্রহীন’ কিংবা ‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজ বাঙালি দর্শকদের সঙ্গে ইতিমধ্যেই দেবালয়কে পরিচয় করিয়ে দিয়েছে। তাছাড়াও হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য গার্ল’ এ যীশু সেনগুপ্ত,পরমব্রত,বিনয় পাঠক এর মতো অভিনেতা দের নিয়ে কাজ করেছেন পরিচালক।
যীশু
সুতরাং রবীন্দ্রনাথকে নিয়ে এই পিরিওড ড্রামাতেই যীশু- দেবালয় প্রথম কাজ করছেন না। অভিনেতা যীশুর সঙ্গে ইতিমধ্যেই নির্মাতাদের একপ্রস্ত কথা হয়েছে। আলোচনা চলছে যীশুর ডেট নিয়ে। খুব সম্ভব আগামী জানুয়ারিতে ছবির শুটিং শুরু হতে পারে। এই মুহূর্তে যীশুর ঝুলিতে একগুচ্ছ ছবি এবং সেই সঙ্গে রয়েছে রিয়েলিটি শো। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার পোস্টগুলির দিকে তাকালেই টা বোঝা যায়। কাজের মাঝেই আড্ডাবাজ যীশু বন্ধুদের সঙ্গে বিভিন্নভাবে সময় কাটান। সেগুলোও লেন্সবন্দি হয়। যীশুর চলচ্চিত্র জগতে বয়স ২২ বছর। ৪৪ বছরের জীবনে তিনি অনেক উত্থান-পতন দেখেছেন। অনেক মধুর-তিক্ত অভিজ্ঞতা রয়েছে তার জীবনে। ব্যস্ত জীবনে তারই মধ্যে জীবনের অচেনা-অজানা নানান স্মৃতি নিয়ে আত্মজীবনী লেখা শুরু করেছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। জীবনের সমস্ত কাহিনী অন্যদের সঙ্গে ভাগ করে নিতে কলম ধরেছেন। পুরো লকডাউনকে অভিনেতা কাজে লাগিয়েছেন এই আত্মজীবনী লেখার মধ্যে দিয়ে। ইতিমধ্যেই যিশুর জন্মদিনে তাঁর আত্মজীবনী ‘আবহমান: জার্নি সো ফার’ এর প্রচ্ছদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে যীশুর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। ‘আবহমান’ যীশুকে নিয়ে ঋতুপর্ণ ঘোষের তৈরি একটি ছবি।
প্রসঙ্গত, মৃত্যুর আগে পরিচালক ঋতুপর্ণ ঘোষ রবীন্দ্রনাথকে নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি করেছিলেন।
দেবালয় ভট্টাচার্য, যীশু