বছর খানেক ধরেই গুঞ্জন উঠেছিল বলিউড হিরো রাজকুমার রাও ও তাঁর প্রেমিকা পত্রলেখা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। কিন্তু সেইসব যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছিলেন বলিউডের তারকা জুটি। কিন্তু এবার তাদের দীর্ঘদিনের প্রেম সত্যি সত্যি গড়াতে চলেছে ছাদনা তলায়। আগামি ডিসেম্বর মাসে ভিকি-ক্যাটরিনার বিয়ের জল্পনার মাঝেই ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী রাজকুমার রাও ও প্রেমিকা পত্রলেখার আজ বুধবার চন্ডিগড় বিবাহসূত্রে আবদ্ধ হতে চলেছে। একেবারেই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আত্মীয়স্বজন এবং দুই পরিবার ছাড়া তাদের বিয়ের সাক্ষী হিসেবে অন্যরা থাকছেন না। জাঁকজমক তো দূরের কথা খুব ঘরোয়া ভাবেই বিয়ে করছেন এই দুই তারকা। ভিড় এবং সংবাদমাধ্যমকে এড়াতেই মুম্বইতে বিয়ে না করে তাঁরা চন্ডিগড়কেই বেছে নিয়েছেন। জানা যাচ্ছে ইতিমধ্যেই পত্রলেখার বাড়ির লোকজন শিলং থেকে চণ্ডীগড়ে পৌঁছে গেছেন। রাজকুমারের পরিবারের সদস্যরাও আগেই পৌঁছেছেন।
রাজকুমার এবং পত্রলেখা-দুজনেই চেয়েছিলেন তাদের বিয়ের আসরে যেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজন ছাড়া আর কেউ না থাকে। সেই কারণে অতিথি তালিকা একেবারেই ছোট। খুব স্বাভাবিক কারণেই বিয়ের আয়োজনও করা হয়েছে খুব ছোট করে। তবে মুম্বইতে ফিরে এসে ইন্ডাস্ট্রির সতীর্থদের নিয়ে পার্টি দেওয়ার পরিকল্পনা করেছেন তারকা জুটি। কিছুদিন আগে গুঞ্জন শোনা যাচ্ছিল মুম্বইতেই তাদের বিয়ের আসর বসবে। রাজকুমারের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগ ঈদের মধ্যে শোরগোল পড়ে যায়। নেটিজেনরা অধীর অপেক্ষায় রয়েছেন কখন এই তারকা-জুটির ছাদনাতলার ছবি প্রকাশ্যে আসে।