বলিউডের সব কাজকেই এক ধাপ এগিয়ে রাখে দর্শক। হিন্দি ছবি থেকে ধারাবাহিক সবেতেই নাকি বলিউড এগিয়ে। তবে এবার বলিউডের মিডিয়া এগিয়ে রাখলেন টলিউডের অভিনেত্রীর কাজ। ইদানিং দেখা যাচ্ছে বেশকিছু বাংলা ধারাবাহিকের অনুকণে তৈরি হচ্ছে হিন্দি ধারাবাহিক ।
বাংলার শ্রীময়ী ধারাবাহিক এর অনুকরণে একটি জাতীয় স্তরের চ্যানেলে শুরু হয়েছে অনুপমা ধারাবাহিক, এই ধারাবাহিকের লেখিকাও লীনা গঙ্গোপাধ্যায়। অনুপমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। শ্রীময়ী ধারাবাহিকের মতোই বলিউডের এই ধারাবাহিক বেশ জনপ্রিয়। তবুও রাজ্যে সীমারেখা ছাড়িয়ে সুদুর মুম্বাইতে শ্রীময়ী হয়ে নিজের ম্যাজিক দেখালেন ইন্দ্রানী হালদার।জাতীয় স্তরের মিডিয়া জনপ্রিয়তার নিরিখে হিন্দির ধারাবাহিকের অনুপমার চরিত্রের থেকে এগিয়ে রাখলো শ্রীময়ীর চরিত্রকে।
ছোটপর্দার অন্যতম জনপ্রিয় বাংলা ধারাবাহিক শ্রীময়ী- রোহিত সেন জুটি দেখার অপেক্ষায় থাকেন দর্শকেরা। তবে শুধু টলিউডেই নয় এবার বলিউডেও প্রশংসিত হলেন ইন্দ্রানী হালদার।সাম্প্রতি বলিউডের কিছু সংবাদ মাধ্যম লিখেছে অনুপমার জনপ্রিয়তা থাকলেও তা কখনোই বাংলা ধারাবাহিক শ্রীময়ীকে টপকাতে পারেনি।
তবে এই প্রতিযোগিতার ধারে কাছে থাকতে থাকতে নারাজ জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী , এই খবর তাঁর কাছে পৌঁছানোমাত্র নিজেই জানান,”অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়ও তাঁর নিজের জায়গায় যথেষ্ট ভালো। আমার ধারাবাহিক শ্রীময়ী আড়াই বছর আগে শুরু হয়েছিল, দুই ধারাবাহিকে লেখিকাই লীনা গঙ্গোপাধ্যায়। প্রথম দিন থেকেই শ্রীময়ী অত্যন্ত জনপ্রিয়, তাই স্টার প্লাস চ্যানেলে শ্রীময়ীর অনুকরণে এই ধারাবাহিক শুরু হয়। আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা অনুপমাকে। জয় শ্রী মকৃষ্ণ “।
এর থেকেই আন্দাজ হয় আসলে তিনি বড় মাপের অভিনেত্রী শুধু নন একজন ভালো মনের মানুষের মতো সকল শিল্পীদের সম্মান করেন।তবে নেটিজেনদের মতে শ্রীময়ীর অভিনয় ইমোশন অনেক বেশি আবেদন রাখে দর্শকদের কাছে।