কলকাতা : বুধবার কলকাতা এবং হাওড়া পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচন হতে চলেছে। রাজ্যের এই প্রস্তাবে সায় দিল রাজ্য নির্বাচন কমিশন।
তবে, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে ভোট হলেও, হাওড়া পুরসভার সব কটি ওয়ার্ডে হবে না নির্বাচন। কমিশনের তরফে জানানো হয়েছে হাওড়ার মোট ৬৬ টি ওয়ার্ডের মধ্যে ৫০টি ওয়ার্ডে ১৯ ডিসেম্বর পুর নির্বাচন হবে। বাকি ১৬ টি ওয়ার্ড নিয়ে আলাদা করে বালি পুরসভা গঠিত হবে। ফলে, বালি পুরসভার অন্তর্গত এই ১৬ টি ওয়ার্ডে ১৯ ডিসেম্বর হবে না ভোট।
করোনা আবহে নির্ধারিত সময়ে পুরভোট করানো সম্ভব হয়নি৷ কলকাতা এবং বিধাননগরে শেষ পুর ভোট হয়েছিল ২০১৫ সালে৷ ২০২০ সালে বোর্ডের মেয়াদ শেষ হয়৷ বর্তমানে প্রশাসকমণ্ডলীর সাহায্যে পুরসভার কাজকর্ম চলছে৷ হাওড়া পুরসভাতেও বোর্ডের মেয়াদ ফুরিয়েছে অনেক দিন আগে৷ একই অবস্থা রাজ্যের বাকি পুরসভাগুলিতেও৷ ওই পুরসভাগুলিতে ভোট করতে চেয়ে গত মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশন৷ সেই বৈঠকের পরই রাজ্যের দুটি পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়৷
আরও পড়ুন – সমস্ত পুরসভায় নির্বাচন চেয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি
সিদ্ধান্ত নেওয়া হয় ডিসেম্বরের মাঝামাঝি একই দিনে দুই পুরসভার ভোট হবে৷ রাজ্যের ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা এবং হাওড়া পুরসভায় ভোটগ্রহণ হবে৷ ফল ঘোষণা করা হবে ২২ ডিসেম্বর৷ মঙ্গলবার রাজ্যের এই প্রস্তাবেই সায় দিল রাজ্য নির্বাচন কমিশন। এরপর এই ১৯ ডিসেম্বর নির্বাচনে সম্মতি জানিয়ে পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দেবে রাজ্য নির্বাচন কমিশন। তবে, নির্বাচন হবে না হাওড়ার ১৬ টি ওয়ার্ডে।