যিশু সেনগুপ্ত অভিনীত ছবি ‘বাবা বেবি ও২০২১ এল জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন মনোনীত হয়েছে। পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের এই ছবিতে যিশুকে একজন সিঙ্গেল ফাদার হিসেবে দেখানো হয়েছে, যে একা হাতে তাঁর জমজ বাচ্চাকে মানুষ করছে।
এবং এর থেকেই নানা মজার মুহূর্ত উঠে আসছে। এই ছবিতে যিশু ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন সোলাঙ্কি রায়। প্রসঙ্গত এই ছবির হাত ধরেই বড় পর্দার আত্মপ্রকাশ করছেন ছোট পর্দার এই অভিনেত্রী। এটি মূলত একটি রোমান্টিক কমেডি।
এই ছবির গল্প লিখেছেন জিনিয়া সেন। গত লকডাউন শিথিল হওয়ার সময় এই ছবিটির শ্যুটিংয়ের কাজ হয়েছিল। ‘বাবা বেবি ও ‘ কবে মুক্তি পাবে এখনও ঠিক হয়নি তবে জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি দেখানো হবে।