রূপচর্চার হাজারো ক্রিম, কসমেটিক্সের মধ্যে আপনার ত্বকের উপযোগী সামগ্রী কিনতে কালঘাম ছুটছে? ভাবছেন শীতের ঠান্ডা হাওয়ায় যাতে ত্বক শুষ্ক না হয় আবার জৌলুসও বজায় থাকে তা হলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। নাম টা শুনে হয়ত নাক কোচকাবেন কিন্তু ত্বক ও চুলের পরিচর্যায় নারকেল তেলের হেয়ার ও ফেস মাস্ক দারুন ভাল কাজ করে। ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে নারকেল তেলের জুড়ি মেলা ভার। ক্যাস্টর বা অলিভ অয়েলের মত এটা বেশি চিট চিটেও না। তাই এই শীতে ত্বক ও চুলের প্রয়োজন অনুযায়ী কীভাবে ব্যবহার করবেন নারকেল তেল দেখে নিন-
মুখ উজ্জ্বল করতে বানিয়ে ফেলুন নারকেল তেলের তৈরি এই ফেস মাস্ক
উপকরণ
নারকেল তেল- ১ টেবিল চামচ
অর্গানিক হলুদ গুঁড়ো- ১চা চামচ
ইয়হহার্ট- ১ টেবিল চামচ
কী ভাবে ব্যবহার করবেন জেনে নিন-
একটি পাত্রে সবকটি উপকরণ ভাল করে মিশিয়ে নিন। একটি ঘণ মিশ্রণ তৈরি হলে এবার এটা সারা মুখে মেখে নিন। মিশ্রণ পনেরো মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন। মুধ ধোওয়ার সময় গরম জল ব্যবহার করুন। তবে জলের তাপমাত্রা দেখে নেবেন। বেশি গরম হলে ত্বকের ক্ষতি হবে।
ডিপ কনডিশনিং হেয়ার মাস্ক
উপকরন
নারকেল তেল- ৩ টেবিল চামচ
ভিটামিন ই ক্যাপসুল- ২ টো
কী ভাবে ব্যবহার করবেন জেনে নিন-
একটি পাত্রে নারকেল তেল ঢেলে নিন, আপনার চুল কত লম্বা সেই অনুপাতে তেল ঢালুন। এবার এতে ভিটামিন ই ক্যাপসুলের তরল পদার্থ মিশিয়ে দিন। ব্যাস আপনার ডিপ কন্ডিশনিং মাস্ক রেডি। এটা মাথায় মেখে শুয়ে পড়ুন পরের দিন সকালে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ বার এটা করলে ভাল ফল পাবেন।
ময়শ্চারাইজিং হেয়ার ও ফেস মাস্ক
এই মাস্কটি চুল ও ত্বক দুক্ষেত্রেই ব্যবহার করতে পারেন।
উপকরণ
নারকেল তেল
মধু
কী ভাবে ব্যবহার করবেন
নারকেল তেল ও মধু সমান পরিমানে মিশিয়ে নিন। এবার মুখে ও চুলে লাগিয়ে নিন। মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন আর চুল শ্যাম্পু করে কন্ডিশনার করে নিন।