বীরভূম : সিউড়ির তিলপাড়ার এক জলাধার থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে আস্ত একটি অজগর সাপ। যদিও সাপের কামড়ের কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা তা জানা যায়নি।
সিউড়ি তিলপাড়া জলাধার থেকে উদ্ধার ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছায় মহঃ বাজার থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। শনিবার রাতে মৃতদেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা, খবর দেওয়া হয় পুলিশকে।
রবিবার সকালে সিভিল ডিফেন্সের কর্মীরা আসে এবং পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করা হয়। পাঠানো হয় ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন – সিদ্দিকির ধর্মীয় অনুষ্ঠান ঘিরে তপ্ত ভাঙড়, পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা লাঠিচার্জ
মৃত ব্যক্তির পাশে ভাসমান অবস্থায় ছিল একটি মৃত অজগর সাপও। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মহঃ বাজার ব্লকের অন্তর্গত খয়রাকুড়ি গ্রামে। সকাল থেকেই গ্রামের বিভিন্ন মানুষ ভিড় জমিয়েছেন সেখানে।
আদতে সাপটার কী কারণে মৃত্যু হয়েছে। একসঙ্গে সাপ এবং মানুষের দেহ এলোই বা কীভাবে তা খতিয়ে দেখছে পুলিশ।