কলকাতা: অনলাইনে অর্ডার করেও খাবার না মেলায় বিরক্ত টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টুইট করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানিয়ে খোলা চিঠি লিখে বসেন৷ ব্যস সেই নিয়ে শনিবার দুপুরের পর শুরু হয়ে যায় তাঁকে নিয়ে ট্রোলিং৷ নেটিজেনদের প্রশ্ন, রাষ্ট্রপতিকে বাদ দিলেন কেন প্রসেনজিৎ? তাঁকেও তো ট্যাগ পারতেন! সোশাল মিডিয়া ব্যবহারকারীদের কটাক্ষ, ঠিক সময়ে খাবার না পেয়ে কী এমন আকাশ ভেঙে পড়েছে যে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখে নালিশ জানাতে হল অভিনেতাকে?
আরও পড়ুন: অনলাইনে খাবার অর্ডার দিয়েও পেলেন না প্রসেনজিৎ, চিঠি লিখলেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে
এসব নিয়ে ট্রোল চলাকালীন প্রসেনজিৎ ফের দ্বিতীয়বার একটি টুইট করেন৷ সেখানে তিনি জানান, কেন আগের টুইটে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেছিলেন৷ বাংলা ছবির সুপারস্টার লিখেছেন, সার্ভিস ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িতরা যাতে আরও বেশি দায়িত্বশীল হন সেই জন্যই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেছিলাম৷ আজকের দিনে আমরা অনেকেই এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করে থাকি৷ কিন্তু যাঁরা অনলাইনে খাবার বা মেডিসিন পরিষেবা দেন তাঁদের আরও আরও দায়িত্বশীল হতে হবে৷ ঠিক সময়ে মেডিসিন না পৌঁছলে সেটা কারওর জন্য মৃত্যুর সমান হতে পারে৷ বাড়িতে অতিথি আসার হলে আমরা খাবার অর্ডার করি অথবা বাড়িতে রান্না করার ইচ্ছে না হলে৷ দেখা গেল, অনলাইনে খাবার অর্ডারের পর খাবারই এসে পৌঁছল না৷ এদিকে বলা হচ্ছে, খাবার পৌঁছে গিয়েছে৷ তাহলে কী মানুষ অভুক্ত থাকবে? এটা কোনও নতুন পোশাক নয়,এটা খাবার৷ আমি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিসেবে টুইটটি করেনি৷ দেশের একজন নাগরিক হিসেবে টুইটটি করেছিলাম৷ আমি জানি, টুইটটি দেখে অনেকেই মজা উড়িয়েছেন কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িতরা আরও যাতে দায়িত্বশীল হন সেটার জন্যই টুইট করেছিলাম৷ কারও প্রতি আমার ব্যক্তিগত রাগ-ক্ষোভ নেই৷
https://t.co/ef7BQHd3A4 pic.twitter.com/hgh4RWR9VB
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) November 6, 2021