নয়াদিল্লি: ভারতে ফের চিনা আগ্রাসন৷ ভারতে একটি গ্রাম গড়ছে চিন৷ পেন্টাগনের প্রশাসনির রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ তাই, এই তথ্যের ভিত্তিতে আবারও ভারত-চিনের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকার জো বাইডেন সরকার৷
পেন্টাগনের প্রতিরক্ষা দফতরের বার্ষিক রিপোর্টে চিনের সামরিক প্রস্তুতি ও ভূমি আগ্রাসন নিয়ে বিস্তারিত তথ্য পেশ করা হয়েছে৷ তাতে, অরুণাচলপ্রদেশে (Arunachal) চিনের গ্রাম তৈরির বিষয় উল্লেখ করা হয়েছে। তিব্বতের (Tibet) কিছু অংশও দখল করে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, চিনের শাসিত তিব্বত এবং অরুণাচলপ্রদেশের পূর্বাঞ্চলের বিতর্কিত জমিতে গ্রাম বানিয়েছে চিন। ২০২০ সালের কোনও একটা সময় গ্রামটা তৈরি করা হয়েছে। কমপক্ষে ১০০টি বাড়ি রয়েছে সেই গ্রামে। গ্রামটিকে মূলত অসামরিক কাজে ব্যবহার হচ্ছে। অরুণাচলের সুবনসিরি জেলার সারি চু নদীর তীরে গ্রামটি তৈরি করা হয়েছে। তবে, কাজ সম্পূর্ণ হয়নি৷ এখনও উন্নয়নের কাজ চলছে।
আরও পড়ুন-ইংরেজিতে সাবলীল, হাতে ভিক্ষার পাত্র, আরতিকে স্কুলে পাঠাবেন অনুপম
কয়েকদিন আগে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার অত্যন্ত কাছাকাছি চলে আসে লাল ফৌজের একটি বাহিনী। তবে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের আটকে দেয়। মুখোমুখি চলে আসে দুই দেশের ফৌজ। ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় বাকবিতণ্ডা, যা ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়।