বার্লিন: জাপানের পর জার্মানি৷ ট্রেনের ভেতর ফের ছুরি হামলা৷ তাতে আহত হয়েছেন একাধিক যাত্রী৷ শনিবার সকালে জার্মানির বাভারিয়া শহরে ওই হামলার ঘটনায় ট্রেনের ভেতর যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে৷ তবে ছুরি হামলায় কতজন আহত হয়েছেন তা জানা যায়নি৷ যদিও সেদেশের একটি অনলাইন সংবাদমাধ্যম জানিয়েছে, তিন জন যাত্রী গুরুতর আহত হয়েছেন৷
এই ঘটনার পরই রেগেনসবার্গ এবং নুরেমবার্গ স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ৷ বন্ধ করে দেওয়া হয় সিউবার্সডর্ফ স্টেশনটিও৷ এদিন সকাল ৯টা নাগাদ ওই স্টেশনেই ট্রেনটি ঢোকার পর হামলাকারী হঠাৎ ছুরি দিয়ে যাত্রীদের কোপাতে শুরু করে৷ মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে ট্রেনের ভেতর৷ প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে৷ হামলার পর থেকেই ট্রেনটি সেখানে দাঁড়িয়ে৷ খবর পেয়ে সিউবার্সডর্ফ পৌঁছয় পুলিশ৷
JUST IN: A knife attack on a high-speed train in Germany has injured several people, German media report (via @AP) https://t.co/obp6sjKLPr pic.twitter.com/xFnKgzRf8H
— Bloomberg (@business) November 6, 2021
আরও পড়ুন: Accident : বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম ৭
পরে পুলিশের মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, ‘জার্মানির আইসিই (ইন্টারসিটি-এক্সপ্রেসের) ভেতর হামলাটি হয়। হামলার পরই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ অনেকে আহত হয়েছেন৷’ পুলিশ ধৃত ব্যক্তির নাম ও পরিচয় সামনে আনেনি৷ হামলার মোটিভ জানতে তাকে জেরা করা হচ্ছে৷ বলে রাখা ভালো, কিছুদিন আগে জাপানের টোকিওতে ট্রেনের ভেতর ছুরি হামলার ঘটনা ঘটে৷ ব্যাটম্যানের জোকারের পোশাক পরে হামলাকারী অতর্কিতে হামলা করে৷ তাতে ১৭ জন আহত হয়৷