কোচবিহার: পুরভোটের মুখে বামফ্রন্টে ভাঙন। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কোচবিহার পুরসভার তিনবারের ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর চন্দনা মোহন্ত। উপনির্বাচন শেষ হতেই পুরসভা নির্বাচনকে পাখির চোখ করছে তৃণমূল জেলা নেতৃত্ব। জেলা কার্যালয়ে শুক্রবার কোর কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন কোর কমিটির সদস্যরা। যোগদান অনুষ্ঠানে তৃণমূলের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। চন্দনা মোহন্ত দীর্ঘদিনের কাউন্সিলর। তিন দফায় ১ নম্বর ওয়ার্ড থেকে ফরওয়ার্ড ব্লকের টিকিটে কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন: ‘গাছ’ ভাইকে ফোঁটা দিয়ে অন্যরকম ভাইফোঁটা পালন রাজার শহরে
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ, কমলেশ অধিকারী, পার্থপ্রতীম রায়, আব্দুল জলিল আহমেদ, হিতেন বর্মন, সুচিস্মিতা দেবশর্মা, পরিমল বর্মন, নিরঞ্জন দত্ত সহ অন্যান্য নেতারা বৈঠকে যোগ দেন। দিনহাটার নব নির্বাচিত বিধায়ক উদয়ন গুহকে সংবর্ধনা দেওয়া হয়।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, আগামী দিনে পুরসভা নির্বাচনে কোচবিহার জেলায় ৬টা পুরসভায় কীভাবে প্রচার চালানও হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। চন্দনা মহন্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগদান করলাম।
আরও পড়ুন: মণ্ডপের পর মিষ্টি, দুবাইয়ের বুর্জ খলিফার মোহ যেন কিছুতেই কাটছে না