মেয়েরা পারেনা এমন কোন কাজ নেই। ঘরে বাইরে সমান তালে সামলাতে সক্ষম মহিলারা। এমনই এক মেয়ের লড়াইয়ের গল্প লিখেছেন মিতালি পার্কিনস । নাম ‘নাইমা’ । এই গল্পকেই রূপলী পর্দায় তুলে ধরেছেন বাংলাদেশের পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। ছবির নাম ‘রিক্সো গার্ল ‘। ইতিমধ্যেই এই ছবি বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। সাম্প্রতি জার্মানির স্কিলনিগেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নোভেরা রহমান ।
ছবির ট্রেলারে দেখা যাচ্ছে এক রিক্সো চালকের মেয়ে সংসার চালানোর জন্য রিক্সো চালানোর চেষ্টা করে, তবে সমাজের চাপে এক মহিলাকে রিক্সো চালানোর অনুমতি দেওয়া হয়নি, ঠিক তখনই সেই মেয়ে ছেলেদের পোশাক পড়ে ছেলে সেজে রিক্সো চালায়। তবে এই কাজ করতে গিয়ে সে তার শিল্পী সত্তাকে হারিয়ে ফেলে, ছবি আঁকার সময় পায়না, জীবিকার পাশাপাশি সেকি আবার তাঁর জীবনে ছবি আঁকার রং ফেরাতে পারে। এই ছবি ইউরোপের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে।
বাংলাদেশের এই ছবির সঙ্গীত করেছেন সংগীত পরিচালক দেবজ্যতি মিশ্র। এই পুরস্কার পাওয়ায় তিনি খুবই খুশি সেই কথা তিনি তাঁর স্যোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন।আগামী কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এই ছবি দেখা যেতে পারে ।