কলকাতা টিভি ওয়েব ডেস্ক : মহাত্মা গান্ধীর স্বাধীনতার লড়াই উদযাপনে এই প্রথমবার একটি সরকারি স্মারক মুদ্রা প্রকাশ করল ব্রিটেন। চ্যান্সেলর ঋষি সুনাক বৃহস্পতিবার অর্থাৎ দীপাবলির দিন এই মুদ্রা প্রকাশ করেছেন। এই মুদ্রাতে ভারতের জাতীয় ফুল পদ্ম রয়েছে। সঙ্গে রয়েছে মহত্মা গান্ধীর বিখ্যাত উক্তি ‘আমার জীবন আমার বার্তা’র উল্লেখ রয়েছে।
রয়্যাল মিন্টের তরফ থেকে এই মুদ্রার ডিজাইন করেন হিনা গ্লোভার। অবশেষে মুদ্রার ফাইনাল নকশাটি বেছে নিয়েছেন ঋষি সুনাক। এই মুদ্রা প্রকাশের পর চ্যান্সেলর তিনি বলেন, মহত্মা গান্ধী অহিংসার পথে স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তাঁকে উপযুক্ত সম্মান জানানোর জন্য ব্রিটিশ সরকারের তরফ থেকে এই স্মারক মুদ্রা প্রকাশিত করা হয়েছে।
মহাত্মা গান্ধীর জীবন ও ঐতিহ্যের স্মরণে প্রকাশ করা এই মুদ্রার অজন ৫ পাউন্ড। যা সোনা এবং রুপো দিয়ে তৈরি। রয়্যাল মিন্টের তরফ থেকে প্রকাশিত এই মুদ্রা রয়্যাল মিন্টের দিওয়ালি সংগ্রহের অংশ। ৪ নভেম্বর, দীপাবলির দিন থেকেই পাওয়া যাবে এই কয়েন।
ব্রিটেনের সেই বিশেষ কয়েন
আরও পড়ুন – দীপাবলিকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা আমেরিকার
এই বিশেষ মুদ্রা ছাড়াও থাকছে লক্ষ্মীর ছবি বসানো মুদ্রা। এই প্রথম ব্রিটেনের মুদ্রায় কোনও ভারতীয় দেব–দেবীর ছবি থাকছে। এই প্রত্যেকটি মুদ্রার চূড়ান্ত নকশা নির্বাচন করেছেন ঋষি সুনাক। তিনি এখন মাস্টার অফ মিন্ট। অর্থাৎ ব্রিটেনের অর্থমন্ত্রীর পদাধিকারী।
অনেকেই মনে করছেন, এই মুদ্রা প্রকাশের পর ব্রিটেন এবং ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে। সঙ্গে মজবুত হবে এই দুই দেশের সাংস্কৃতিক সংযোগের পথও।