বানারহাট : কালীপুজো উপলক্ষ্যে চলছে লটারি খেলা। আর এই লটারি খেলার পুরস্কার হিসাবে দেওয়া হবে বিলাতি মদ। টিকিটের দাম মাত্র ১০০ টাকা। কপাল খুলে গেলে কেল্লাফতে, কালীপুজোর রাত হবে রঙিন। তাও আবার দেশি নয় একদম বিলিতি মদ। কালী পুজোর দিন ডুয়ার্স তথা উত্তরবঙ্গে লটারি খেলার একটা চল রয়েছে বরাবরই। বেশিরভাগ ক্ষেত্রেই লটারির পুরস্কার হিসাবে দেওয়া হয় নগদ টাকা। কোনও কোনও জায়গায় পাঠা বা খাসী ও জোড়া মুরগি দেওয়ার চলও আছে। এবারে সুরা প্রেমিকের কথা চিন্তা করে বানারহাটের এক পুজো কমিটি লটারির পুরস্কার হিসাবে বিলিটি মদ রেখেছে। দেশ বিদেশের নানা বিলিতি মদ রয়েছে পুরস্কারের তালিকায়। সুরা প্রেমীদের লটারি খেলাতে অনুপ্রাণিত করার জন্যই এই সকল বিলিতি মদগুলিকে পুরস্কার হিসাবে রাখা হয়েছে। যা দেখে হতবাক অনেকেই।
আরও পড়ুন : দীপান্বিতা অমাবস্যায় সতীপীঠ অট্টহাস মন্দিরে বিশেষ পুজোর আয়োজন
কারা রয়েছে এই লটারি খেলার নেপথ্যে, সে বিষয়টি এখনও পর্যন্ত পরিষ্কার নয়। একটি সূত্র মারফত জানা যায়, বানারহাটের একটি কালীপুজো কমিটি বেনামে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই লটারি খেলার আয়োজন করেছে। পুরস্কার হিসাবে বিজয়ী প্রথম ৮ জন পাবেন বিভিন্ন বিলিতি ব্রান্ডের পুরো এক একটি বোতল। নবম পুরস্কার বিজয়ী ৩ জন পাবেন ‘হাফ বোতল’ মদ এবং সান্ত্বনা পুরস্কার হিসেবে ৩০ জন পাবেন ‘কোয়ার্টার বোতল’ মদ। এই পর্যন্ত সব ঠিক ঠাকই চলছিল। বিপদ ঘটে তখনই, যখন লটারির টিকিটের ছবি সোশ্যাল মিডিয়া মারফত ছড়িয়ে পড়ে। বানারহাট পুলিশ প্রশাসন এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এই বিষয়ে স্থানীয় সমাজ সেবী ভিক্টর বসু বলেন, এইসব বিষয় একদম মেনে নেওয়া যায় না। এটা লটারি খেলার নামে যুব সমাজকে সরাসরি মদ খাওয়ায় উৎসাহিত করা হচ্ছে। এর ফলে উৎসবের দিন গুলোতে মানুষ আরও বেশি মাতাল হবে। এর ফলে পুজো মণ্ডপ প্রাঙ্গনের স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে।