আজ অন্ধকার থেকে আলোয় আসার পালা। তাই আলোর রোশনাইয়ে বাড়ি ভরিয়ে তোলার আগেই ঘর সাজিয়ে নিন রঙ্গোলি বা আলপনা দিয়ে। উত্সবে উপলক্ষে আলপনা বা রঙ্গোলি শুধু ঘর সাজানোর জন্যেই নয়। প্রাচীনকাল ধরে চলে আসা এই প্রথার রয়েছে এক আলাদা গুরুত্ব। শাস্ত্র মতে এই রঙ্গোলি বা আলপনা অত্যন্ত শুভ। এবং এই রঙ্গোলিকে অনেকে ঈশ্বরের আশীর্বাদের প্রতীক হিসেবেও মানেন। তাই কালীপুজো ও দীপাবলিতে বাড়ি সুন্দর করে সাজিয়ে তুলুন আলপনা বা রঙ্গোলি দিয়ে। আপনার কাজ সহজ করতে রইল কিছু রঙ্গোলির কিছু আইডিয়া।
মন্ডালা আর্ট- বিভিন্ন রকমের মন্ডালা নকশা রয়েছে, বেশ সহজেই আঁকা যায়। রঙ বেরঙের চক পাউডার দিয়ে সহজেই এঁকে নিন এই রঙ্গোলি। আঁকার হাত ভাল হলে আপনার সৃজনশীলতার ছোঁয়ায় আরও সুন্দর করে তুলতে পারবেন এই মন্ডালা। চক্র বা বৃত্ত তৈরি করে নানা রকমের জ্যামিতিক নকশা দিয়ে এই বৃত্ত ভরিয়ে তুলুন। মন্ডালা তৈরি হয়ে গেল দেখতে দারুণ সুন্দর লাগে। আবার এই মন্ডালা আঁকার সময় মন শান্ত হয়ে যায়। তাই বাড়ির ছোটদের এই কাজে লাগাতে পারেন।
View this post on Instagram
সার্কুলার রঙ্গোলি- এই রঙ্গোলি তৈরি করা ভীষণ সহজ বিশেষ কোনও আঁকিবুকির প্রয়োজন নেই। শুধু চার পাঁচ রকমের রঙ দিয়ে বৃত্তাকারে সাজিয়ে তুলুন এবং ভরাট করে নিন। খুব তাড়াতাড়ি এটা করা যাবে। এবং দেখতেও চমকপ্রদ হবে।
প্রদীপ দিয়ে সাজিয়ে তুলুন- ঘর পরিষ্কারের বাতিক রয়েছে তাই খুব বেশি রঙ রাখতে চাইছেন না? তাহলে বরং আপনার পছন্দের যে কোনও রঙ, কিংবা সাদা চক দিয়ে ফুলের পাপড়ি আকারে বা আমের কলকা এঁকে নিন। এবং প্রত্যেক কলকার মাঝে প্রদীপ রাখুন। কিংবা কলকার ভিতরে বাইরে প্রদীপের বৃত্ত তৈরি করুন। কম ঝামেলায় রঙ্গোলি ও প্রদীপ দেওয়া দুই হবে।
View this post on Instagram
ফুলের পাপড়ি বানিয়ে ফেলুন রঙ্গোলি- চক পাউডরে পা পড়ে সারা বাড়ি ছড়িয়ে যেতে পারে এবং এতে ঘরের মেঝে পিছল হতে পারে। সেক্ষেত্রে হলুদ ও কমলা রঙের গাঁদা ফুলের পাপড়ি দিয়ে মনের মত নকশা করে নিন এবং মাঝে মাঝে প্রদীপ জ্বালিয় রাখুব দেখবেন ভীষণ সুন্দর দেখাবে। নকশ যতই সাধারণ হোক না কেন ঘরে র চেহারা নিমেষে বদলে যাবে।
View this post on Instagram
তা হলে আর অপেক্ষা কিসের বানিয়ে ফেলুন মনের মতো রঙ্গোলি আর এই সব কাজে খুদেদের ব্যস্ত রাখুন, দেখবেন কচিকাচাদের আতশবাজি পোড়ানোর উত্তেজনা অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।