পূর্ব বর্ধমান : গ্রামের মধ্যেই পাতা ছিল ফাঁদ। সেই ফাঁদে আটকে গেল বাঘ জাতীয় এক অদ্ভুত প্রাণী। যাকে দেখার জন্য ভিড় করল গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার ভাতারের এড়াচিয়া আদিবাসী পাড়াত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্রামের কয়েকজন সকাল বেলায় শৌচ কর্ম করতে গিয়েছিলেন। তাঁরাই দেখতে পান খাঁচার মধ্যে আটকে রয়েছে অদ্ভুত একটি প্রাণী। দেখতে খানিকটা বাঘের মত। ফলে, রটে যায় ওই ফাঁদে একটি বাঘ ধরা পড়েছে। মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম।
এই খবরে আশেপাশের গ্রামের উৎসাহিত গ্রামবাসীরা বাঘের মত দেখতে ওই প্রাণীটি দেখতে ভিড় জমায়। গ্রামবাসীরাই এরপর খবর দেন পুলিশ ও বন দফতরকে। পরে বন দফতরের কর্মীরা এসে জানিয়েছে, এটি বাঘ নয় বাঘরোল। বাঘরোল মানে মেছো বেড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য-প্রাণী এই বাঘরোল। এরপর বনদফতর বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন – পর্যটকদের ক্যামেরায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল
তবে, ওই গ্রামে কারা কী উদ্দেশ্যে এই খাঁচা পেতেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও বন দফতর। এর পেছনে চোরাচালানকারী বা অসাধু চক্র যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।