হ্যাকার গ্রুপ ব্ল্যাক শ্যাডো আতরাফ নামে একটি সমকামী ডেটিং অ্যাপের গোপন তথ্য ফাঁস করেছে। মঙ্গলবার হ্যাকাররা এই অ্যাপের কাছ থেকে ১ মিলিয়ন ডলার দাবি করেছিল। কিন্তু সময়মত টাকা দিতে না পারায় এই অ্যাপ ব্যবহারকারীদের তথ্য ফাঁস করে দেওয়া শুরু করেছে ব্ল্যাক শ্যাডো।
ব্ল্যাক শ্যাডো হ্যাকার গ্রুপটি ‘আতরাফ’ অ্যাপের সার্ভার হ্যাক করে। আর সেই সময় থেকেই এই হ্যাকিং গ্রুপটি এই অ্যাপের প্রায় হাজারেরও বেশি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে। ১ মিলিয়ন ডলার দেওয়া না হলে, আরও বেশি করে তথ্য ফাঁস করার হুমকি দিয়েছিল তারা। তেল আভিভে বসবাসকারী ২০ বছরের এক যুবক জানিয়েছে যে, ওই অ্যাপে তার ব্যক্তিগত চিঠি পত্র এবং ছবি রাখা আছে। সে এতদিন তার পরিবার এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে নিজের সমকামী হওয়ার বিষয়টি লুকিয়ে রেখেছিল। কিন্তু এইভাবে তথ্য ফাঁস হয়ে গেলে তাঁকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তাই তাঁর নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। এই অ্যাপের কাছ থেকেও ৪৮ ঘণ্টার মধ্যে ১ মিলিয়ন ডলার দাবি করা হয়েছে। ব্ল্যাক শ্যাডো ডেটা লিঙ্ক প্রকাশ করার কিছুক্ষণের মধ্যেই ফাইলগুলিকে হোস্টিং সাইট থেকে ব্লক করে দেওয়া হয়। হ্যাকিং গ্রুপ থেকে জানানো হয়েছে, টাকা দেওয়ার জন্য ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু ৪৮ ঘন্টা পেরিয়ে গেছে। কিন্তু টাকা এসে পৌঁছয়নি। তাই এবার ডেটা ফাঁস করতে শুরু করেছে তারা। এর থেকেও আরও খারাপ পরিকল্পনা আছে তাদের, জানিয়েছে হ্যাকাররা।