কলকাতা : ফের শুভেন্দুকে বিঁধলেন ফিরহাদ। উপনির্বাচনে বড়সড় ধাক্কা খাওয়ার পর, ফের বাংলা দখলের বিষয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘হয় বাংলায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসব, অথবা রাজনীতি থেকে অবসর নেব’। এই প্রেক্ষিতে ফিরহাদ হাকিম শুভেন্দুকে ইঙ্গিত করে বলেছেন, ‘যেদিন থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে এসেছেন, সেদিন থেকে বিজেপির পতন শুরু হয়েছে। তাই, তিনি যাতে রাজনীতি থেকে অবসর না নেন, সেই কামনা করি।‘
রাজ্যের যে কোনও প্রান্তে এখনই যদি পুর নির্বাচন হয়, তার জন্য প্রস্তুত তৃণমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের নেতা-কর্মীরা মানুষের জন্য সারা বছর কাজ করে চলেছে। মানুষের আস্থা অর্জন করায়, পুর বোর্ড তৈরি কঠিন কাজ হবে না। এমনটাই মন্তব্য পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের।
আরও পড়ুন : ভোটে জিতেই বাঁধ মেরামতির কাজ দেখতে হাজির গোসাবার TMC বিধায়ক, খুশি এলাকার মানুষ
পাশাপাশি কলকাতায় ডেঙ্গু, ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত রোখার বিষয় পুরসভা যে কার্যকর পদক্ষেপ করছে, সেটাই জানান ফিরহাদ । তিনি জানান, ডেঙ্গু, ম্যালেরিয়া থেকে শহরবাসীকে রক্ষা করতে কলকাতা পুরসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । করোনা সংক্রমণ রোধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।