কলকাতা: বাংলার উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। ৪টি আসনই দখল করেছে তৃণমূল। তিনটিতে জামানত খুইয়েছে গেরুয়া শিবির। শুধুমাত্র বাংলা নয়, মহারাষ্ট্র-রাজস্থান-হিমাচল প্রদেশের উপনির্বাচনেও বড় ধাক্কা খেয়েছে বিজেপি। ২০২৪-এর ভোটের আগে ভোটব্যাঙ্কে রক্তক্ষরণ দেখে চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরের অন্দরে।
পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনের ছাড়াও ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটগণনাও হয়েছে মঙ্গলবার। তিনটি লোকসভা এবং ৩০টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রয়েছে বেশ কয়েকটি চমক। প্রথমেই বলতে হয় হিমাচল প্রদেশের কথা। মান্ডী লোকসভা আসন বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। এই কেন্দ্রে জয়ী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের স্ত্রী। হিমাচল প্রদেশে তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। তিনটি আসনেই জিতেছে কংগ্রেস।
আরও পড়ুন: ৭৮ শতাংশ ভোট পেল তৃণমূল, ব্যাপক ধস বিজেপির ভোটব্যাঙ্কে
কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির একমাত্র লোকসভা আসনটি জিতেছে শিবসেনা। মধ্যপ্রদেশে খণ্ডওয়া লোকসভা কেন্দ্র থেকে জিতে গেরুয়া শিবিরের মুখরক্ষা করেছেন জ্ঞানেশ্বর পাটিল। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। বিজেপির ঝুলিতে গিয়েছে দুটি আসন। কংগ্রেস একটি আসন ছিনিয়ে নিয়েছে। রাজস্থানের দুটি আসনেই জয় পেয়েছে কংগ্রেস। দ্বিতীয় স্থান দূর, ধারিওয়াড় আসনে বিজেপি তৃতীয় এবং বল্লভনগরে চতুর্থ স্থান পেয়েছে। তেলেঙ্গানার একটি আসনে জয় পেয়েছে বিজেপি।
মহারাষ্ট্রের দেগলুর বিধানসভায় ৫৭ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করেছে কংগ্রেস। বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র ৩৫ শতাংশ ভোট। হরিয়ানার এলেনাবাদ বিধানসভা কেন্দ্রে বিজেপির গোবিন্দ কান্ডাকে হারিয়েছেন আইএনএলডি প্রার্থী অভয় চৌটালা। বিহারে দু’টি আসনই জিতেছে জেডিইউ। নীতিশের দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে লালুপ্রসাদ যাদবের দল আরজেডির। কর্ণাটকের একটি আসন বিজেপি ও অন্যটি কংগ্রেসের দখলে গিয়েছে। অন্ধ্রপ্রদেশের একটি বিধানসভা আসনে ভোট ছিল। সেখানে জয় পেয়েছে জগমোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস।
আরও পড়ুন: Civic Poll : উপনির্বাচনে রেকর্ড জয়, এবার ডিসেম্বরে পুরভোটের দাবিতে কমিশনকে চিঠি রাজ্যের
উত্তর-পূর্ব ভারতে নিজেদের শক্তি বাড়িয়েছে গেরুয়া শিবির। অসমের পাঁচটি বিধানসভা আসনের মধ্যে তিনটিতে বিজেপি এবং দু’টিতে তাদের সহযোগী প্রমোদ বোরার ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল জিতেছে। মেঘালয়ের ৩টি আসনের মধ্যে ২টিতে জয় পেয়েছে নাগাল্যান্ড পিপলস পার্টি এবং একটি আসনে জিতেছে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি। মিজোরামের একটি আসনে জয় পেয়েছে মিজো ন্যাশানাল ফ্রন্ট। ক্রমাগত জ্বালানির মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দাম, কৃষক আন্দোলনের জেরেই গেরুয়া শিবিরের খারাপ ফল হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।