মাথার ত্বক ভাল থাকলে বলা বাহুল্য চুলও ভাল থাকবে। তাই মাথার ত্বক যাতে ভাল থাকে সেদিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন। আর এক্ষেত্রে দারুণ কার্যকরী আমলকির তৈরি বিভিন্ন হেয়ার প্যাক। চুলের ও মাথার ত্বক ভাল রাখতে খুব ভাল কাজ করে আমলকি। চুলের একাধিক সমস্যা যেমন চুল পড়া, খুশকির সমস্যর সমাধানের পাশাপাশিন চুল লম্ব করতে সাহায্য করে, চুলের জৌলুস বাড়ায়। তাই চুলের স্বাস্থ্য ভাল করতে আমলকির তৈরি এই হেয়ার প্যাকগুলো আপনিও ব্যবহার করতে পারেন। এতে স্ক্যাল্পে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছবে এবং চুলও ভাল থাকবে। রইল এই হেয়ার প্যাকের রেসিপি।
নারকেল তেল, জবা ফুল ও আমলকির তৈরি হেয়ার প্যাক
উপকরণ
কী ভাবে বানাবেন দেখে নিন
প্রথমে জবা ফুলগুলো ভাল করে ধুয়ে পাপড়িগুলো আলাদা করে নিন। এবার এই পাপড়িগুলো দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন।
একটি পাত্রে ৩ থেকে ৪ টেবিল চামচ নারকেল তেল গরম করুন। অল্প ঠান্ডা করে জবা ফুলের পাতার পেস্টের সঙ্গে মিশিয়ে দিন। এবার এতে ১ টেবিল চামচ আমলকির পাউডার মেশান।
এই মিশ্রণ মাথায় ভাল করে লাগিয়ে নিন এবং হালকা হাতে মালিশ করুন। পুরো মাথায় মালিশ করা হয়ে গেলে এই প্যাক ৩০ থেকে ৪০ মিনিট মাথায় রেখে দিন। পরে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। এই প্যাক সপ্তাহে দুবার ব্যবহার করলে ভাল ফল পাবেন।
কারিপাতা ও আমলকির গুঁড়ো দিয়ে তৈরি হেয়ার প্যাক
উপকরণ
কী ভাবে বানাবেন দেখে নিন
টাটকা আমলকি নিয়ে ছোট ছোট টুকরো করে নিন।
এবার এই টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে দিন। এবার এতে একমুঠো টাটকা কারিপাতা দিন এবং সামান্য জলও মেশান।
এবার ভাল করে এই দুটি উপকরণ ব্লেন্ডারে পিষে নিন। জলের পরিমানে বুঝে দিতে হবে যাতে মিশ্রণটি ঘন হয়। এবার এই মিশ্রণ গোটা মাথায় মেখে নিন।
আঙুলের ডগা দিয়ে হালকা করে মালিশ করে নিন। ঘন্টা দুয়েক রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।
ভাল ফল পেতে এই প্যাক সপ্তাহে অন্তত দুদিন ব্যবহার করুন।
এই প্যাকের উপকারিতা
বিভিন্ন কারণে চুল ক্ষতিগ্রস্ত হলে তা সারিয়ে তুলবে এই প্যাক। এবং কারিপাতাতে থাকা ভিটামিন বি চুলের পড়ে যাওয়া কম করবে। চুল ভঙ্গুর প্রবণ হলে দারুণ ভাল কাজ করবে এই হেয়ার প্যাক।