কলকাতা টিভি ওয়েবডেস্ক: হ্যামস্ট্রিংয়ে চোট| প্যারি সাঁজার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরবি লেপজিগের বিরুদ্ধে খেলতে পারবেন না লিওনেল মেসি| ম্যাচর একদিন আগে ক্লাব তরফেই জানিয়ে দেওয়া হল মেসির না থাকার কথা|
নমারপ পুরোপুরি সুস্থ| তাঁকে নিয়ে জল্পনা চললেও, চ্যাম্পিয়ন্স লিগে যে তিনি রয়েছেন তা আগেই পাকা করে দিয়েছেন পিএসজি কর্তারা| এরপর থেকেই সমর্থকরা আশায় বুক বাধতে শুরু করেছিল| চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে মেসি, নেমার ও এমবাপ্পে ম্যাজিক দেখার জন্য| কিন্তু সেই আশা এবার আর পূরণ হচ্ছে না|
লিলের বিরুদ্ধে লিগ ওয়ানের ম্যাচ গত শুক্রবার পায় চোট পান লিওনেল মেসি| এরপর আর গোটা ম্যাচ খেলতে পারননি তিনি| আশঙ্কাটা তখন থেকেই দেখা দিতে শুরু করছিল| চ্যাম্পিয়ন্স লিগে মেসি রয়েছেন তো|
ম্যাচ শেষে যদিও সকলকে আশার বানী শুনিয়েছিলেন মরিসিও পোচেত্তিনো| তিনিও আশা করেছিলেন এই কদিনের মধ্যে মেসি ফিট হয়ে যাবেন| কিন্তু চিকিত্সকরা অন্য কথাই বলেন| পায়ের যন্ত্রনা এখনও নাকি পুরোপুরি কমেনি মেসির| পুরোপুরি সেরে উঠত বেশ কয়েকটাদিন তাঁকে বিশ্রামেরই পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা|
তাই শেষ পর্যন্ত লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নিয়ছেন প্যারি সাঁজা কোচ| বুধবার ভারতীয় সময় মাঝরাতে লেপজিগের বিরুদ্ধে নামবে পিএসজি| মেসিহীন দলে নেমার, এমবাপ্পেই এখন ভরসা তাদের|