রানাঘাট : স্টেশনে সব লোকাল ট্রেনেরই স্টপেজ দিতে হবে। এই দাবিতে প্রায় ৫ ঘন্টারও বেশি সময় ধরে রানাঘাট-লালগোলা শাখায় রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রী এবং স্থানীয়রা। এবারে বিক্ষোভের এক অভিনব কায়দা অবলম্বন করেছেন তাঁরা। লাইনের উপর তাঁবু খাটিয়ে সেখানেই বসে রয়েছেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার সকাল থেকেই রানাঘাট-লালগোলা শাখায় রেল অবরোধ করেছেন রানাঘাটের কিছু স্থানীয় ও নিত্যযাত্রীরা। তাঁদের একটাই দাবি, জালালখালি স্টেশনে সব লোকাল ট্রেন দাঁড় করাতে হবে। যতক্ষণ না রেলকর্তারা এই বিষয়ে কোনও ইতিবাচক নোটিশ দিচ্ছে ততক্ষন তাঁরা এই অবরোধ তুলবেন না। কিন্তু ৫ ঘন্টা ধরে এই অবরোধের জেরে আটকে পরে শিয়ালদহের মেল্ শাখার কয়েকটি লোকাল ট্রেন। সমস্যায় পড়েন ট্রেনের যাত্রীরা। এর আগেও জালালখালি স্টেশনে লোকাল ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য বিক্ষোভ করেছিলেন সেখানকার নিত্যযাত্রীরা। কিন্তু রেল আধিকারিকদের কাছ থেকে এই স্টেশনে স্টপেজ দেওয়া নিয়ে কোনও আশ্বাস না পেয়ে ফের একবার অবরোধে সামিল হলেন রানাঘাটের বাসিন্দারা।