কলকাতা: এখনও ১৩ রাউন্ড গণনা বাকি৷ কিন্তু ট্রেন্ডেই ছবিটা পরিষ্কার৷ দিনহাটা হাতছাড়া হচ্ছে বিজেপির৷ গেরুয়া শিবিরকে নয়, উপনির্বাচনে দিনহাটার মানুষ বেছে নিয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে৷ ইতিমধ্যে ষষ্ঠ রাউন্ড গণনা হয়েছে৷ এখনই উদয়ন গুহ ৪৬ হাজারের বেশি ভোটে এগিয়ে৷ তবে এই ব্যবধানে খুশি নন তৃণমূল প্রার্থী৷ উদয়ন গুহ জানিয়েছেন, আমার প্রথম টার্গেট ছিল ৫৭ হাজারের বেশি ভোটে লিড নেওয়া৷ কিন্তু আমার লক্ষ্য এক লাখ ভোটে জেতা৷
একুশের নির্বাচনে দিনহাটা কেন্দ্রে জয়ের স্বাদ পেয়েছিল বিজেপি৷ তবে কান ঘেঁষে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক৷ যিনি এখন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ সেবার মাত্র ৫৭ ভোটে জয় লাভ করেছিলেন৷ তবে ভোটে জিতে নিশীথ প্রামানিক সাংসদ পদকে বেছে নেন, তাই এই আসনটা খালি হয়৷ আর উপনির্বাচনে ফের প্রার্থী হন উদয়ন গুহ৷ যাঁর নাম রয়েছে ভোট পরবর্তী হিংসার ঘটনায় মানবাধিকার কমিশনের কলকাতা হাইকোর্টে জমা করা রিপোর্টে৷
উপনিবার্চনে দিনহাটা কেন্দ্র নিয়ে আশাবাদী ছিল বিজেপি৷ কিন্তু বাস্তবে দেখা গিয়েছে বহু বুথে এজেন্টই দিতে পারেনি গেরুয়া শিবির৷ বিজেপির দাবি, তৃণমূলের সন্ত্রাসের কারণে এজেন্ট দিতে পারেনি তারা৷ আজ সেখানে গণনা হচ্ছে দিনহাটা কলেজে৷ ২২টি টেবিলে ১৯ রাউন্ড গণনা পর্ব চলবে এখানে৷