দিনহাটা : বারো রাউন্ডের শেষে ১ লক্ষ ১৫ হাজার ৯ ভোটে এগিয়ে রয়েছেন দিনহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। এখনও বাকি ৭ রাউন্ড গণনা। তবে, যত গণনা এগোচ্ছে বিরোধী প্রার্থীর সঙ্গে ক্রমেই বেড়ে চলেছে প্রাপ্ত ভোটের ব্যবধান। ফলে, ক্রমশ বাড়ছে কর্মী সমর্থকদের উচ্ছাস।
মাত্র ৬ মাস আগে বিধানসভা নির্বাচনে কোচবিহারের দিনহাটা কেন্দ্র থেকে ৫৭ ভোটে জিতেছিল বিজেপি। তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে হারিয়েছিলেন গেরুয়া শিবিরের প্রার্থী নিশীথ প্রামানিক। নিশীথ পদত্যাগ করায় উপনির্বাচন হয়েছে দিনহাটায়। এবার দিনহাটায় বিজেপির প্রার্থী অশোক মণ্ডল। এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। এই উপনির্বাচনের ফল প্রকাশ হতেই দিনহাটায় কার্যত ছন্নছাড়া অবস্থা বিজেপির।
দিনহাটায় তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস
নবম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী আশোক মণ্ডল ভোট পেয়েছেন ১৬ হাজার ৬৬৫। ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ৪ হাজার ৯৯ ভোট। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ ভোট পেয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৯।