রোম: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আন্তর্জাতিক সরবারহ ব্যবস্থাকে আরও শক্তিশালী-দৃঢ় করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করলেন৷ যাতে করোনা মহামারিতে ধাক্কা খাওয়া আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার সম্ভব হয়৷ এ কারণেই তিনি রোম জি-২০ সম্মেলনে আলোচনার জন্য বিভিন্ন দেশে প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিলেন৷
বাইডেন রবিরার মেক্সিকো, মধ্য আমেরিকা এবং এশিয়ার বন্দরগুলিকে সাহায্য করার জন্য নতুন তহবিল বরাদ্দ করেছেন৷ তাঁর দাবি, বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক পণ্য সরবহার ব্যবস্থা ব্যাপক হারে ভেঙে পড়েছে৷ যা খুব দ্রুত মেরামতির প্রয়োজন রয়েছে৷তিনি বলেন, পণ্য সরবারহ ব্যবস্থা বাজে ভাবে ভেঙে না পড়লে সেটির দিকে নজর পড়ে না৷ এই ব্যবস্থা শুধুমাত্র একটি দেশের সমস্যা নয়৷ এই সমস্যা সমাধানে প্রতিটি দেশের সমন্বয়ের প্রয়োজন রয়েছে৷
I'm allocating additional funds to help American partners as well as US cut port congestion by slashing red tape. I'm reducing processing time so that ships can get in&out of our ports faster: US President Biden at an event on Supply Chain Resilience attended by PM Modi in Rome pic.twitter.com/arF6zeU8rG
— ANI (@ANI) October 31, 2021
করোনার কারণে সম্মিলিত ভাবে ১৫ ট্রিলিয়ন ডলার ব্যয় করা সত্ত্বেও বিশ্বের বড় বড় অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে৷ ধুকছে৷ জাহাজ ডক গুলির কঙ্কালের অবস্থা হয়েছে৷ শিপিং কন্টেইনারের দাম বেড়েছে, বন্দর থেকে পণ্য আনার জন্য পর্যাপ্ত ট্রাক নেই এবং ভাইরাসের প্রাদুর্ভাব কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুন-‘দালালদের ছাঁটাইয়ের দাবি দিলীপের, ‘দালাল কারা স্পষ্ট করুন’ পাল্টা রাজীব
বাইডেন আরও বলেন, ‘এরকম পরিস্থিতিতে আমি আমেরিকান অংশীদারদের সাহায্য করার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ করছি৷ বন্দরের যানজট কাটানোর জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। প্রক্রিয়াকরণের সময় কমিয়ে দেওয়া হচ্ছে৷ যাতে জাহাজগুলি আমাদের বন্দরগুলিচতে দ্রুত প্রবেশ করতে পারে৷