কলকাতা টিভি ওয়েব ডেস্ক : জি ‘২০’ সম্মেলনে ইতালি গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তাঁকে দেখা গেল সম্পূর্ণ খোশ মেজাজে। বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে পৌঁছলেন বিখ্যাত ট্রেভি ফোয়ারা পরিদর্শনে। ছুঁড়ে দিলেন একটি কয়েনও।
কী এই ট্রেভি ফোয়ারা ?
ইতালির দর্শনীয় স্থান গুলির মধ্যে একটি এই ফোয়ারা । ইতালির রাজধানী রোমে রয়েছে বিখ্যাত এই ফোয়ারা । এক অন্যন্য শিল্পকলা দিয়ে তৈরি এই ফোয়ারা পৃথিবীর সবচেয়ে সুন্দরফোয়ারা গুলির মধ্যে একটি।
ফোয়ারা ২৬.৩ মিটার উঁচু। এটি চওড়ায় প্রায় ৪৯.১৫ মিটার। কথিত এক প্রথা রয়েছে। যেখানে বলা হয়েছে এই ফোয়ারার জলের উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে কাঁধের ওপর দিয়ে একটি কয়েন ফেলতে হয় ফোয়ারার জলে। যদি সেই কয়েন ফোয়ারা জলে পড়ে তাহলে ওই ব্যক্তি আবারও রোম সফরে যেতে পারবেন।
কয়েন ছোঁড়ার পর সকল রাষ্ট্রনেতারা
আরও পড়ুন – জ্বালানির মূল্য বৃদ্ধিতে মোদি ঘনিষ্ঠ ৩-৪ জন ব্যবসায়ী লাভবান হচ্ছেন: রাহুল
Joined the @g20org leaders at Rome’s beautiful Trevi Fountain. pic.twitter.com/cKDjrKmbOI
— Narendra Modi (@narendramodi) October 31, 2021
শুক্রবারে রোমের এই ঐতিহ্যবাহী ফোয়ারা দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন জি-২০ সম্মেলনে আসা বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বরা। এনাদের সকলেই দেখা যায় কথিত এই প্রথা মেনে ফোয়ারা জলে কয়েন ছুঁড়তে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সকলকেই দেখা যায় খোশমেজাজে।
জি-২০ সম্মেলনে যোগ দিতে ইতালি গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে রোমে নামেন মোদি। ১২ বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী রোমে গেলেন। ২ নভেম্বর পর্যন্ত বিদেশ সফরে থাকবেন নমো। একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
এছাড়াও এই সম্মেলনের বিষয়ে প্রধানমন্ত্রী টুইটে জানিয়েছেন, ‘রোমে জি-২০ সম্মেলনে যোগ দেব। জি-২০ নেতৃত্বের সঙ্গে বিশ্ব অর্থনীতি, করোনা অতিমারী, উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিশদে আলোচনা হবে।’ মোদি ছাড়াও বিশ্বের ১২০ জন রাষ্ট্রনেতা সামিটে যোগ দেবেন এই সম্মেলনে।