বাঁকুড়া : লোকাল ট্রেন চালানোর ব্যাপারে রাজ্য সরকারের সবুজ সংকেত মিললেও শনিবার থেকে আদ্রা ডিভিশনে চালু হল না কোনো লোকাল ট্রেন।
রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের তরফে আদ্রা ডিভিশনের ডিআরএম এর কাছে লোকাল ট্রেন চালানোর ব্যাপারে কোনও নির্দেশিকা না আসায় নতুন করে ওই ডিভিশনে লোকাল ট্রেন চালু করা হচ্ছে না। রাজ্য সরকারের সবুজ সংকেতে আশার আলো দেখেছিলেন বাঁকুড়া ও পুরুলিয়া জেলার মানুষ। কিন্তু সেই আশা পূরণ হল না।
আরও পড়ুন : প্রায় ৬ মাস পর চালু হল লোকাল ট্রেন, ফিরে এল সেই চেনা ছবি
এখন সেই স্পেশ্যাল ট্রেনই ভরসা জেলার মানুষজনের। বাঁকুড়া মশাগ্রাম বিডিআর রুটেও গড়াল না ট্রেনের চাকা। দীর্ঘ ৬ মাস বন্ধ ট্রেন চলাচল। মুখ্যমন্ত্রীর ঘোষণায় ফের ওই রুটে ট্রেন চালানো নিয়ে আশায় বুক বেঁধেছিলেন বিস্তীর্ণ এলাকার মানুষ। রাজ্যের গ্রিন সিগন্যালের পরেও আশাহত এই রুটের যাত্রীরা। এখন কবে থেকে চলবে লোকাল ট্রেন, সেই দিকেই তাকিয়ে সকলে।