আগামী মাসেই মুক্তি পেতে চলেছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’ ছবিটি। সত্যজিৎ রায় যেখানে অপু ট্রিলজি শেষ করেছিলেন সেখান থেকেই এই ছবির চিত্রনাট্য শুরু করেছেন শুভ্রজিৎ। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী।
আরও পড়ুন: ‘অভিযাত্রিক’ এর মাথায় নতুন পালক
আনন্দের বিষয় হলো ছবিটি মুক্তির ঠিক আগে ‘ক্যালাইডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল বস্টন ২০২১’ এর তিনটি বিভাগে সেরার সম্মান পেল। সেরা ফিল্ম সেরা মিউজিক এবং সেরা প্রোডাকশন ডিজাইন বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে ছবিটি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত উপন্যাস এর শেষাংশ নিয়ে তৈরি হয়েছে এই ছবি। সত্যজিৎবাবুর অপু ট্রিলজির শেষ ছবি ‘অপুর সংসার’। এই ছবি অপু ও তার পুত্র কাজলের মিলনের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এরপর কি হবে সেই গল্প বলেছে শুভ্র জিতের ‘অভিযাত্রিক’। এই ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন।
অভিনেতা সব্যসাচী চক্রবর্তী বন্ধুর ভূমিকায়। এই ছবিতে শ্রীলেখা মিত্রকে একেবারে ভিন্ন রূপে দেখতে পাবে দর্শকরা। ফিল্ম ফেস্টিভ্যালে এই হ্যাটট্রিক পুরস্কার পেয়ে স্বভাবতই অত্যন্ত খুশি শুভ্রজিৎ ও তার দল। শুভ্রজিৎ জানিয়েছে আমরা সকলের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিচ্ছি। আশাকরি ছবি মুক্তি পেলে দর্শকদের ভালোবাসা পাবো। এই পুরস্কার আমাদের নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহায্য করবে।ছবিটি বহু আগে তৈরি হলেও কোভিড মহামারির কারণে রিলিজ করা যায়নি। তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার খবরে চলে আসে ‘। এর আগে ছবিটি বিশ্বের বহু নামকরা চলচ্চিত্র উৎসবে নমিনেশন পেয়েছে । স্বীকৃতির তালিকা দিন দিন বেড়েই চলেছে। কিছুদিন আগে ‘সিয়াটেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ থেকে তিনটি পুরস্কার অর্জন করে। প্রথম ‘বেস্ট অ্যডপটেড স্ক্রিন প্লে ফ্রম নভেল’ , দ্বিতীয় ‘বেস্ট সিনেমাটোগ্রাফী, তৃতীয় বেস্ট ইনসপিরেসনাল ফিচার ফিল্ম।