কোচবিহার: ৬ মাস আগে বিধানসভা নির্বাচনে কোচবিহারের দিনহাটা কেন্দ্র থেকে ৫৭ ভোটে জিতেছিল বিজেপি। তৃণমূলের উদয়ন গুহকে হারিয়েছিলেন গেরুয়া শিবিরের প্রার্থী নিশীথ প্রামানিক। নিশীথ পদত্যাগ করায় উপনির্বাচন হচ্ছে দিনহাটায়। সেই দিনহাটায় কার্যত ছন্নছাড়া অবস্থা বিজেপির। কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বুথে এজেন্টই দিতে পারল না বিজেপি।
শনিবার দুপুরে ভেটাগুড়ি চৌপথি হাইস্কুলের ৭/২৩৪ নম্বর বুথে ভোট দেন নিশীথ। ওই বুথে বিজেপির কোনও এজেন্ট ছিল না। ভোট দিয়ে বেরিয়ে বুথে দলের এজেন্ট না থাকার বিষয়টি স্বীকার করে নেন নিশীথ। তাঁর অভিযোগ, তৃণমূলের লাগামহীন সন্ত্রাসের কারণেই এজেন্ট দেওয়া যায়নি। বিভিন্ন এলাকায় জটলা করে রয়েছে তৃণমূলের লোকজন। সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে।
আরও পড়ুন: নিশীথের শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে আরটিআই তৃণমূল নেতার
ভোটের লাইনে নিশীথ প্রামানিক
বিধানসভা নির্বাচনের পর থেকেই দিনহাটা জুড়ে ব্যাপক সন্ত্রাস চালানো হচ্ছে বলে দাবি করেন নিশীথ। কেন্দ্রীয় মন্ত্রী দাবি, ভোটের পর থেকেই আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। বাড়ি, আসবাব জ্বালিয়ে দেওয়া হচ্ছে। উপ-নির্বাচনের আগে সেই সন্ত্রাসের মাত্রা আরও বাড়ে। বুথের সামনে জমায়েত করে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। তৃণমূল প্রার্থীর উদয়ন গুহর বক্তব্য, উৎসবের মেজাজে ভোট চলছে কোচবিহারে।
বহু বুথে বিজেপি এজেন্ট দিতে পারেনি বলেও স্বীকার করে নেন মন্ত্রী। তাঁর কথায়, ‘অনেক বুথে আমরা এজেন্ট দিতে পারিনি। বহু জায়গায় আমাদের এজেন্টদের ভয় দেখিয়ে তুলে দেওয়া হয়েছে। তবে সংগঠন শক্তিশালীই আছে।’ ভেটাগুড়ির বুথের তৃণমূল এজেন্ট বলেন, ‘ওরা কেন এজেন্ট দিতে পারেনি, ওদের জিজ্ঞাসা করুন।’ খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বুথে বিজেপির এজেন্ট না থাকার বিষয়টি থেকে সহজেই অনুমান করা যাচ্ছে গেরুয়া শিবিরের ভগ্নদশাটা!
আরও পড়ুন: গোয়ার মাছ বাজারে দিদি-দিদি আওয়াজ, ২ কিলো কিংফিস কিনে ফেললেন মমতা