১৮ মাসের বিরতি। অবশেষে বলিউডে মুক্তি পেতে চলেছে বিগ টিকেট ছবি সূর্যবংশী। রোহিত শেট্টির ছবির মুক্তির দিন ঘোষণা হয়েছে ৫ নভেম্বর। দীর্ঘদিন বিনোদনের খরার পর অক্ষয় কুমার আর ক্যাটরিনা কাইফের সূর্যবংশী-ই এখন বলিউডের তুরুপের তাস।
আরও পড়ুন – করোনায় প্রয়াত বলিউড অভিনেতা
এরই মধ্যে সলমন খানও তাঁর এবং আয়ুশ শর্মার ছবি অন্তিম দ্য ফাইনাল ট্রুথ-এর মুক্তির দিন ঘোষণা করেন, কাকতালীয় ভাবেই দেখা যায়, সেই দিনটাও নভেম্বরের ৫তারিখই। অন্তিম-এর রিলিজ ডেট ঘোষণা হতেই মাথায় হাত পড়ে সূর্যবংশীর প্রযোজক –পরিচালকদের। সরাসরি সলমনের সঙ্গে যোগাযোগ করেন রোহিত শেট্টি। অক্ষয় এবং ভাইজানের ছবি একই দিনে রিলিজ করলে ইন্ডাস্ট্রির ব্যবসায়িক ক্ষতি নিয়ে একমত হন রোহিত আর সলমন। শেষ পর্যন্ত বলিউডের মুখ চেয়ে অন্তিম-এর রিলিজ ডেট পিছোলেন ভাইজান।সিদ্ধান্ত হয়, নভেম্বরের ৫ তারিখের পরিবর্তে ২৬ তারিখে মুক্তি পাবে অন্তিম।
ছবির রিলিজ ঘিরে বলিউডের এমন সমঝোতা এর আগেও হয়েছে।বিগ টিকেট ছবির সোলো রিলিজেই যে ইন্ডাস্ট্রির লাভ তা অস্বীকারের কোনও জায়গাই নেই। মহামারীর কালে ধুঁকতে থাকা বিনোদনে অক্ষয়- সলমনের এই ভাইচারা নতুন সমীকরণের জন্ম দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন – রেকর্ড সংখ্যক স্ক্রিনে ‘সূর্যবংশী’র মুক্তি