রোম: আজ শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রতিনিধি স্তররের আলোচনার আগেই তিনি পোপের সঙ্গে বৈঠক সেরে ফেলবেন৷ আন্তার্জাতিক স্বার্থে বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে তিনি আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে৷ তার মধ্যে অন্যতম বিষয় হিসাবে করোনা প্রসঙ্গও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে৷
বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা শুক্রবার ইতালিতে প্রধানমন্ত্রীর সফর সূচির বিষয়ে জানাতে গিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী পৃথক ভাবে দেখা করবেন৷ পবিত্রতার সঙ্গে সাক্ষাৎ পর্ব সারবেন৷ তার নির্দিষ্ট সময়ের পরে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হবে৷’ তিনি আরও বলেন,‘ ভ্যাটিকান আলোচনার জন্য কোনও এজেন্ডা নির্ধারণ করা হয়নি। তবে, আমি বিশ্বাস করি তাঁদের দুজনের মধ্যে ‘ঐতিহ্যপূর্ণ’ আলোচনা হবে। যা গোটা বিশ্বের স্বার্থের কাছে অতি গুরুত্বপূর্ণ৷’ করোনাকালে স্বাস্থ্য সমস্যা, কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি…ইত্যাদি বিষয়েও আলোচনা হতে পারে৷
আরও পড়ুন-ত্রিপুরায় ধারাবাহিক হামলা-হিংসা, আইন-শৃঙ্খলা ফেরাতে রাজ্যপালকে চিঠি তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের
যদিও রোম সফরে আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদি জানান, তিনি ২৯-৩০ অক্টোবর রোম এবং ভ্যাটিকান সিটিতে যাবেন। বলেন, ‘আমার ইতালি সফরের সময়, আমি ভ্যাটিকান সিটিতেও যাব৷ পরম পবিত্র পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত করব এবং সেক্রেটারি অফ স্টেট, হিজ এমিনেন্স কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গেও দেখা করব৷” রোম থেকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি যুক্তরাজ্যের গ্লাসগোতে যাবেন।