আগরতলা: বাংলা জয়ের পর তৃণমূলের টার্গেট উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরা। নভেম্বরে ত্রিপুরা পুরনিগম ও নগর পঞ্চায়েতের ভোট। সেখানে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে আগামিকাল রবিবার ৩১ অক্টোবর আগরতলা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে শুক্রবার রাজ্যপালের কাছে চার দফা দাবিতে চিঠি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব৷ তাতে, রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ তাই, দ্রুত আইন-শৃঙ্খলা ফিরিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে৷
My letter to @SatyadeoNArya Governor of Tripura for his intervention to ensure law & order in Tripura.
He declined to meet the delegation of @AITCofficial for health reasons. #TripuraViolence pic.twitter.com/JtS9zChutQ— Sushmita Dev সুস্মিতা দেব (@SushmitaDevAITC) October 29, 2021
কারণ, দিন কয়েক আগে উত্তর ও পশ্চিম ত্রিপুরায় হিংসার ঘটনা ঘটে৷ ধর্মীয় স্থান ভাঙচুর, সংখ্যালঘু বাড়ি-ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লাগানোর অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের বিরুদ্ধে৷ সব জেনেও পুলিশ-প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ৷ শুধু কি তাই, প্রচারে বেরিয়ে প্রায় প্রতিদিনই বাধার মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে৷ গাড়ি ভাঙচুর থেকে দলীয় কর্মীদের উপর হামলার ঘটনা নজির গড়েছে৷ রাজ্যের আইন-শৃঙ্খলা ঠিক নেই বলে বারে বারে তৃণমূলের তরফে অভিযোগ চোলা হয়েছে৷ অভিযোগ জানাতে, রাজ্যপাল সত্যদেওনার্যর সঙ্গে দেখা করতে চেয়েছে তৃণমূল৷ কিন্তু, রাজ্যপালের শারীরিক অসুস্থতার জন্য দেখা করতে অনুমতি দিতে পারছেন না বলেও তৃণমূলের দাবি৷
চিঠিতে সুস্মিতা দেব, পর পর হিংসার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি করেছেন৷ প্রতিটি ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে কেন্দ্রে পাঠানোর আর্জি জানিয়েছেন৷ হামলা-হিংসার ঘটনায় জড়িত পুলিশ-প্রশাসনের আধিকারিকদের বরখাস্তের দাবি করা হয়েছেন৷ একই সঙ্গে তৃণমূল নেতৃত্বের নিরাপত্তার দাবি করেছেন সুস্মিতা দেব৷
এ দিকে দিন দুই আগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইটে জানিয়েছেন, ৩১ অক্টোবর ত্রিপুরা সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘আগামী ৩১ অক্টোবর ত্রিপুরা সফরে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলায় জনসভা করবেন তিনি। ত্রিপুরা জেগে উঠছে। ছলেবলেকৌশলে বাধা দিচ্ছিল বিজেপি। আসলে ওরা ভয় পেয়েছে। ৩১ অক্টোবর বিপ্লব দেব সরকার বুঝবে, এবার আসল বিপ্লব শুরু। ঝড়ের নাম অভিষেক।’
আরও পড়ুন: লাগামছাড়া দাম-বৃদ্ধি পেট্রোপণ্যের, ত্রিপুরায় প্রতিবাদে পথে নামল তৃণমূল
২৫ নভেম্বর ত্রিপুরা পুরনিগম ও নগর পঞ্চায়েতের ভোট। আপাতত জোরকদমে প্রচার চালাচ্ছে তৃণমূল। প্রার্থী বাছাইয়ে নতুনদের উপর গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির। তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এখন ত্রিপুরায় রয়েছেন। কুণাল ঘোষ ও ত্রিপুরা তৃণমূলের অন্যতম মুখ সুবল ভৌমিকের নেতৃত্বে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে তৃণমূ্লের নেতা–কর্মীরা। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কেন্দ্রের একটি পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখান তাঁরা।
আরও পড়ুন: ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, ভাঙচুর করা হল সুস্মিতা দেবের গাড়ি