বাঁকুড়া : একটা, দুটো নয়, ৮০ টি হাতির বিশাল বড় একটি দল ঢুকে পড়েছে বাঁকুড়া উত্তর বনবিভাগে। সোনামুখী ও রাধানগর রেঞ্জ এলাকায় একাধিক ধান জমির দফা রফা করছে এই দামালের দল।
বেশ কয়েকদিন ধরে উত্তর বনবিভাগের বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জ এলাকায় চাষের জমির ব্যাপক ক্ষতি করে হাতির দলটি। গ্রামবাসীদের চাপে পড়ে এই এলাকা থেকে হাতিকে সরানোর জন্য বনদফতরের তরফে শুরু হয় সেন্ট্রাল ড্রাইভ। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই অভিযান। বিপুল সংখ্যক হাতির এই দলকে সরিয়ে নিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বন দফতরকে। কারণ মাঝে মাঝে বড় দলটি ছোট ছোট দলে ভাগ হয়ে যাচ্ছে। ফলে তাদের ফের একজায়গায় জড়ো করতে বড়সড় সমস্যায় পড়তে হচ্ছে ড্রাইভ টিমকে।
বনদফতরের লক্ষ্য পুরো হাতির দলটিকে সোনামুখী, জয়পুর বিষ্ণুপুর হয়ে পশ্চিম মেদিনীপুরে ফিরিয়ে দেওয়ার। সেই লক্ষে এখন হাতির দলকে সেন্ট্রাল ড্রাইভের মাধ্যমে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বনদফতর।
আরও পড়ুন – ফাটছে ঠোঁট, শীতের আমেজ মহানগরীতে
ক্ষতিগ্রস্ত ধানের জমি
বৃহস্পতিবার সোনামুখী রেঞ্জ এলাকায় কোচডিহি, বুড়া আঙ্গারিয়া, পাথরা, তিউড়া, পাথরমোড়া-সহ একাধিক গ্রামের বিঘের পর বিঘে ধান জমি ব্যাপক ভাবে ক্ষতি করেছে বলে দাবি চাষীদের। প্রাকৃতিক দুর্যোগে এমনিতেই ক্ষতি হয়েছে ওই এলাকায়। এবার হাতির তান্ডবের জেরে আরও বড়সড় ক্ষতির সম্মুখীন এলাকায় চাষীরা।
চাষীদের দাবি, যে ধান জমির উপর দিয়ে হাতির দল যাচ্ছে সেই ধান জমি একেবারে শেষ করে দিচ্ছে তারা। এই ক্ষতি কীভাবে সামলাবেন চাষীরা তা নিয়ে চিন্তায় ঘুম ছুটেছে তাঁদের। বর্তমানে হাতির দলটি সোনামুখী ও রাধানগর রেঞ্জ এলাকায় জঙ্গলে রয়েছে।