কলকাতা টিভি ওয়েব ডেস্ক : বুধবার ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং জানিয়েছিলেন, এখনই সমীর ওয়াংখেড়কে তদন্তভার থেকে সরানো হচ্ছে না। ফলে, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আরিয়ান কাণ্ডের তদন্তে আগের মতোই বহাল থাকবেন সমীর ওয়াংখেড়ে। বৃহস্পতিবার সুর পাল্টাল NCB। ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং জানালেন, আরিয়ান মামলার অফিসার ইনচার্জ সমীর ওয়াংখেড় নন। এই মাদক মামলার যারা তদন্ত করছেন তাঁদের মধ্যে একজন আধিকারিক সমীর ওয়াংখেড়।
আরব সাগরে ক্রুজ মাদক পার্টিতে হানা দিয়েছিল এনসিবি। সেখান থেকেই গ্রেফতার করা হয় আরিয়ান খান-সহ তাঁর তিন বন্ধুকে। আর এই গোটা অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়। তবে, বিগত কিছুদিন ধরেই এই মাদক কাণ্ডের মতই চর্চা হচ্ছে সমীর ওয়াংখেড়কে নিয়ে। কারণ ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে মুম্বইয়ের চারটি থানায় ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবার এই সব অভিযোগের তদন্ত শুরু করলেন এসিপি মিলিন্দ খেতাল। তবে, বুধবার ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং জানিয়েছিলেন, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সমীর ওয়াংখেড়কে তদন্তভার থেকে সরানো হচ্ছে না।
আরও পড়ুন – মাদক মামলার তদন্তকারী আধিকারিক নন সমীর ওয়াংখেড়ে, জানাল এনসিবি
জ্ঞানেশ্বর সিংয়ের এই বক্তব্যের পরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই এনসিবি কর্তাই আরিয়ান মামলার তদন্তকারী অফিসারের দায়িত্বে থাকবেন। তার পরেই তরিঘড়ি বক্তব্য বদলালেন। তিনি জানালেন,’আমি স্পষ্ট করে জানাই যে সমীর ওয়াংখেড়ে তদন্তকারী অফিসার নন। তিনি মামলাটির তদারকি করছিলেন মাত্র। তার উপরে ডিডিজি এবং ডিজি রয়েছেন। সেই অনুসারে তিনি তদারকি করছেন মাত্র। তদন্তকারী অফিসার ভিভি সিং। আমরা আমাদের রিপোর্ট জমা দিয়েছি। তার ভিত্তিতে ডিজি পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন।’