সমীর ওয়াংখেড়ে। মাদক-কাণ্ডে শাহরুখ খান পুত্র আরিয়ান খানের গ্রেফতারের পর থেকেই বারবার আলোচনায় উঠে আসছে এনসিবি-র এই জোনাল অফিসারের নাম। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল অফিসারের দায়িত্ব পাওয়ার আগে কাস্টমস্ অ্যান্ড সার্ভিস ট্যাক্স বিভাগে কাজ করতেন ২০০৮ সালের আইআরএস ব্যাচের এই অফিসার।
আরও পড়ুন : ক্যাট- ভিকির বিয়ের গুজব
গোয়াগামী প্রমোদতরীর রেভ পার্টি থেকে শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন এই সমীরই। তার পরই শাহরুখ-ভক্তদের কাছে এক রকম ভিলেনই হয়ে গেছেন তিনি। তবে জানেন কি? খান পরিবারের আরিয়ানই প্রথম নন, সমীরের নিশানায় পড়েছিলেন স্বয়ং শাহরুখ খানও!
২০১১ সালে মুম্বই এয়ারপোর্টে এই সমীর ওয়াংখেড়েকেই ১.৫ লক্ষ টাকা জরিমানা দিয়েছিলেন শাহরুখ খান। সেবার হল্যান্ড আর লণ্ডন ভ্রমণ করে ফিরছিল খান পরিবার। সঙ্গের লাগেজের ওজন অনেকটাই বেশি ছিল। প্রায় ঘণ্টা খানেক প্রশ্নোত্তরের পর কিং খানের থেকে জরিমানা নেন এই সমীর ওয়াংখেড়ে।
আরও পড়ুন : পিছোচ্ছে কিং খানের শ্যুটিং