দুর্গাপুজোর শেষ, তবে দীপাবলির পরই আবার দুর্গোৎসব এর স্বাদ পাওয়া যাবে মৈনাক ভৌমিকের আগামী ছবি ‘একান্নবর্তী’ ছবিতে, মুক্তির দিন ঘোষিত হল।নব্বই এর দশক পর্যন্ত যৌথ পরিবারের চলই বেশি ছিল। বনেদি সেই পরিবারগুলি কালের নিয়মে বর্তমানে আলাদা। পরিবারের সদস্যরা সারা বছর একসঙ্গে না থাকলেও মিলিত হয় বাড়ির দুর্গাপুজোয়। আর বাঙালির সবচেয়ে বড় পুজো ও যৌথ পরিবার ঘিরে পরবর্তী ছবির গল্প তৈরি করছেন পরিচালক মৈনাক ভৌমিক।
এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য ও সৌরসেনী । এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অলকানন্দা রায় ও অনন্য সেনকে। ‘একান্নবর্তী’ ছবিটি মুক্তি পাবে ১৯ নভেম্বর। এই ছবির ক্যাপশন’ ৫১ নয়, এক অন্ন’। পুজোর আনন্দর সঙ্গে কোথাও যেন বিষাদের শুর শোনা যায় ছবির টিজারে। তবে বেশি দিনের অপেক্ষা নয়, দীপাবলির পরই দেখা যাবে এই ছবি।