আগরতলা : ত্রিপুরায় আজ স্টিয়ারিং কমিটির বৈঠক। আসন্ন পুরভোটে প্রার্থী দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগেই ত্রিপুরার তৃণমূল ঘোষণা করেছে প্রার্থী দেবে।
২০২৩-এ ত্রিপুরা দখলে এখন থেকেই মরিয়া তৃণমূল। তার জন্যই ত্রিপুরায় ঘন ঘন এ রাজ্যের নেতারা যাচ্ছেন। ইতিমধ্যেই একাধিকবার তৃণমূল নেতৃত্ব আক্রান্ত হয়েছেন। অভিযোগের তির বারবার উঠেছে বিজেপির দিকে। আগামী ৩১ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ত্রিপুরায়।
ইতিমধ্যেই ত্রিপুরায় পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। ৪ নভেম্বর পর্যন্ত ত্রিপুরার প্রতিটি জেলায় রাজনৈতিক কর্মসূচি পালন করবে তৃণমূল। তৃণমূলের তিন নেতাকে আট জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। সুস্মিতা দেব- পশ্চিম ত্রিপুরা ও সিপাহীজলা। আশিস লাল সিংহ-ধলাই, খোয়াই, উত্তর ত্রিপুরা। সুবল ভৌমিক-দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও সিপাহীজলা জেলার দায়িত্বে।
আরও পড়ুন : আলাপন বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনে নিল হাইকোর্ট, দুপুর দুটোয় জরুরি ভিত্তিতে শুনানি
এই সব জেলায় তৃণমূলের স্টিয়ারিং কমিটির সদস্যরা আগামি দু’সপ্তাহ জুড়ে লাগাতার প্রচার চালিয়ে যাবেন। মানুষের কাছে তাঁরা বার্তা পৌঁছে দেবেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কীভাবে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ত্রিপুরায় তৃণমূলের কর্মীরা কীভাবে বারবার আক্রান্ত হচ্ছেন, সেই বিষয়টিও তুলে ধরা হবে। পুরভোটে লড়াই করে মানুষের মন বুঝতে চায় তৃণমূল।