পরিচালক সঞ্জয় লীলা বনশালির মেগা ওয়েব সিরিজ ‘হীরা মণ্ডি’ নিয়ে বলিপাড়ায় জল্পনা রয়েছে তুঙ্গে।শোনা যাচ্ছে,আগামী ২মাসের মধ্যেই নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করে দেবেন পরিচালক।বলিপাড়া সূত্রে জোর খবর,বেশ কয়েকদিন ধরেই নাকি মুম্বইতে এসএলবির অফিসে দেখা গিয়েছে বলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে।‘হীরামণ্ডি’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে, এমনটা পাকা হয়ে গিয়েছে।শোনা যাচ্ছে,সিরিজে অভিনয় করবেন সোনাক্ষি সিনহা এবং হুমা কুরেশিকে।বিশেষ ভূমিকায় থাকবেন ঐশ্বর্য রাই বচ্চনও।এখানেই কিন্তু শেষ নয় এসএলবির ‘হীরামণ্ডি-তে থাকছেন আরও অনেক তারকা।তবে এখনই সেই নিয়ে পাকা খবর কিছু পাওয়া যাচ্ছে না।আগামী কয়েকদিনের মধ্যেই হীরামণ্ডি-র ফাইনাল কাস্টিং নিয়ে বড় আপডেট প্রকাশ্যে আসবে বলেই খবর।
আরও পড়ুন – প্রকাশ্যে ‘হীরামণ্ডি’-র গল্প