কলকাতা টিভি ওয়েবডেস্ক: স্বার্থ সংঘাত এড়াতে এটিকে-মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়| আইপিএলে নতুন দল নেওয়ার পরই সেই কথা জানিয়ে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা| সবকিছু ঠিকঠাক চললে দু-একদিনের মধ্যেই এটিকে-মোহনবাগানের অংশীদারিত্ব ছেড়ে দেবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়|
২০২২ সালে দশ দলের আইপিএল| যার চূড়ান্ত খসরা সোমবারই তৈরি হয়ে গিয়েছে| আইপিএলের মঞ্চে এসেছে দুই নতুন দল| লখনউ ও আহমেদাবাদকে দেখা যাবে আগামী মরসুমের আইপিএলে| সেখানেই সোমবারের দীর্ঘ বিডিংয়ের পর লখনউয়ের দল নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা আরপিএসজি|
আর তারপরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্ত| সিএনবিসি টিভিএইট্টিনের এক সাক্ষাতকারে তেমনটাই জানিয়ে দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা| তিনি সেখানে জানান, ‘স্বার্থ সংঘাত এড়াতে সৌরঙ গঙ্গোপাধ্যায় এটিকে-মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন| হয়ত আজই সেই অংশীদাড়িত্ব ছাড়বেন তিনি’|
https://www.youtube.com/watch?v=rLvbWdcgtm8
লোঢা কমিটির নিয়ম অনুযায়ী বোর্ডের সঙ্গে জড়িত থাকা কোনও কর্তা আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত থাকতে পারবেন না| কোনও রাজনৈতিক ব্যক্তিত্বও পারবেন না বোর্ডের কর্তার পদে থাকতে|
আর সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা আইপিএলে দল নেওয়ার পর সৌরভকে সরে দাঁড়াতেই হচ্ছে| আইএসএলে এটিকে-মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা| সেখানে অংশীদারিত্ব রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও| এতদিন সবকিছু ঠিকঠাক চললেও, এবার সঞ্জীব গোয়েঙ্কার সেই সংস্থাই আইপিএলে নতুন দল নিয়েছে| আর এতেই লোঢা কমিটির নির্দেশ অনুযায়ী স্বার্থ সংঘাতের আওতায় পড়তে পারেন বোর্ড সভাপতি সৌরভ| আর সেজন্যই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাঁর|