রূপচর্চায় ও শরীরের অন্যান্য অনেক সমস্যায় মধুর উপকারিতা আজ সকলেরই জানা। তবে ফাটা পা-ও যে সারিয়ে তুলতে পারে মধু এটা কি আপনার জানা আছে? যদি জানা না-থাকে তা হলে দেখে নিন ঘরোয়া উপায়ে কী ভাবে ফাটা পা সারাতে ব্যবহার করবেন মধু। প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে মধু যথেষ্ট জনপ্রিয়। তাই ফাটা ত্বকের মেরামতিতে ভীষণ কার্যকরী মধু। তবে রাতারাতি ফল পাবেন না। মধু নিয়মিত ব্যবহার করতে হবে।
মধু ও চালের গুঁড়ো দিয়ে পায়ের পরিচর্যা করুন
উপকরণ
চালের গুঁড়ো- ১ বড় চামট
মধু- ১ চা চামচ
গোলাপ জল- ১ চা চামচ
কী ভাবে বানাবেন দেখে নিন-
একটি পাত্রে চালের গুঁড়ো, গোলাপ জল ও মধু মিশিয়ে নিন।
এ বার এই মিশ্রণ দিয়ে আস্তে আস্তে পা স্ক্রাব করে নিন।
এরপর কমপক্ষে ১০ মিনিট এই প্যাক পায়ের গোড়ালিতে লাগিয়ে রেখে দিন।
এরপর হালকা গরম জল দিয়ে পা ধুয়ে ফেলুন।
তবে যদি পায়ের ফাটা খুব বেশি হয় এবং তা থেকে রক্ত বেরোয় তা হলে এই প্যাক ব্যবহার করবেন না।
মধু ও কলা দিয়ে তৈরি করে নিন এই প্যাক
পাকা কলা (ভাল করে চটকে নিন)- ১ বড় চামচ
মধু- ১ চা চামচ
গ্লিসারিন- ১ চা চামচ
কী ভাবে বানাবেন দেখে নিন-
একটি পাত্রে চটকে রাখা কলা, মধু ও গ্লিসারিন ভাল করে মিশিয়ে নিন।
এই মিশ্রণ ফাটা পায়ে লাগিয়ে নিন। মিশ্রণটি ১৫ থেকে ২০ মিনিট পায়ে লাগিয়ে রাখুন।
এরপর জল দিয়ে পা ধুয়ে নিন। নরম তোয়ালে দিয়ে মুখে ফাটা জায়গায় নারকেল তেল লাগিয়ে নিন।
এই প্যাকটি রাতে শোওয়ার আগে ব্যবহার করুন। ফাটা পা দিয়ে রক্ত বেরোলেও এই প্যাক ব্যবহারে কোনও সমস্যা নেই। বরং নিয়ম মেনে করলে পা ভাল হয়ে যাবে।
মধু ও ভিটামিন ই অয়েল দিয়ে তৈরি করে নিন এই প্যাক
উপকরণ
মধু- ১ চা চামচ
ভিটামিন ই ক্যাপসুল- ১
কী ভাবে বানাবেন দেখে নিন-
মধুর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের ভিতরের পদার্থ মিশিয়ে দিন।
এই মিশ্রণ ফাটা পায়ে আস্তে আস্তে লাগিয়ে নিন। মালিশ করতে থাকুন।
এরপর ২০ থেকে ২৫ মিনিট পর ঈষদুষ্ণ জলে পা পরিষ্কার করে নিন।
পা ফাটার কারণে যদি পা ফুলে যায় তা হলে এই ঘরোয়া উপায় পরিচর্যায় ভীষণ উপকার হবে। নিয়মিত রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণ ব্যবহার করলে ভাল ফল পাবেন।
নিম্নচাপের ফলে এ বার জাঁকিয়ে পড়বে শীত৷ পারদ কত নামবে তা জানা না গেলেও হাওয়াপ শুষ্কতা এখনই ধরা পড়ছে। তাই শীত আসার আগেই শীতের মোকাবিলায় তৈরি থাকুন।