কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আপনি কি দাড়ির যত্ন নেন? মুখ তো বটেই, ‘দাড়ি’রও কি ফেসিয়াল করান? কিংবা দাড়ি’কে ভালোবেসে তাঁকে সযত্নে বাড়িয়ে,এবং তাঁর ছবি তুলে দেখান সকলকে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে এ প্রতিযোগিতায় আপনিও যোগদান করতে পারবেন। কি ভাবছেন? কেন বলছি? কোন প্রতিযোগিতার কথা বলছি? কারণ যে দাড়ি-গোঁফ বা চুল ছেঁটে ফেলে সু-পুরুষ হওয়ার চেষ্টা করি আমরা। সেই থিওরিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে শনিবার জার্মানিতে অনুষ্ঠিত হয়ে গেল এক দাড়ি প্রতিযোগিতা। দক্ষিণ বাভারিয়ান শহর এজিং অ্যাম সি-তে অনুষ্ঠিত হয় ওই অলিম্পিকের বার্ষিক দাড়ি প্রতিযোগিতাটি। যে প্রতিযোগিতায় অংশ নেন ১০০ জন বিভিন্ন আকার-আকৃতির গোঁফ এবং দাড়ি বিশিষ্ট ব্যক্তিরা।
দাড়ির প্রতিযোগিতায় আগত প্রতিযোগীরা
আরও পড়ুন উভকামী সুপারম্যান! গালাগালি দিয়ে কাজ ছাড়লেন কমিক্স শিল্পী
সুদূরপ্রান্ত থেকে ছুটে এসেছেন প্রতিযোগীরা তাঁদের দাড়ির প্রদর্শনে। কারোর দাড়িতে গোল করে কারুকার্য করা, তো কারোর দাড়ি আবার শিং এর মতন সোজা দাঁড়া করানো। তো কারোর আবার চুলের বদলে দাড়িতেই ‘পাফ’ করা। সে যেন এক দাড়ির মেলা। কিন্তু এ দাড়ি নকসা যেখানে নানান বয়সের লোক,হরেক রকম দাড়ির কারসাজি করে হাজির হ সাধারণ নয়। খরছ করে তাতে নকসা করা রয়েছে।
জার্মানির ক্রিশ্চিয়ান ফিচ, ইস্ট ব্যাভারিয়ান দাড়ি এবং গোঁফ ক্লাবের সভাপতি (ছবি সৌজন্যে রয়টার্স )
রবীন্দ্রনাথ কিংবা আরবিন্দ ঘোষের যে দাড়ি দেখে আমরা অভ্যস্ত। তাঁকেও হার মানিয়েছে এই প্রতিযোগিতা। আর তা দেখতেই ভির জমেছিল বেজায়। কেউ আসছেন নেদারল্যান্ড থেকে, কেউ আসছেন আবার সুইজারল্যান্ড থেকে। আবার কেউ বা আসছেন সুদূর ইটালি থেকে। কি না দাড়ির প্রতিযোগিতায় সেরার খেতাব জিতে নেবেন বইকি।
জার্মানি থেকে Klaus Leible প্রতিযোগিতায় আসেন (ছবি সৌজন্যে রয়টার্স )
আরও পড়ুন অ্যারাবিক গানে কণ্ঠ দিয়েছেন চিত্রনায়িকা
এই সমস্ত প্রতিযোগীদের থেকে সেরাদের বেছে নিতেই ৭ জনের প্রশিক্ষিত নাপিত ও হেয়ার ড্রেসারের একটি প্যানেল বসানো হয়েছিল। তারাই প্রতিযোগীদের দাড়ির দৈর্ঘ্য এবং ঘনত্ব পরিমাপ করে মূল্যায়ন করেন বিজয়ীদের বেছে নেওয়ার জন্য ।
ছবিতে অংশগ্রহণকারী একজন প্রতিযোগী ও নরবার্ট ডপফ (ছবি সৌজন্যে রয়টার্স )
আয়োজক সংস্থা, ইস্ট ব্যাভারিয়ান দাড়ি এবং গোঁফ ক্লাবের সভাপতি ক্রিশ্চিয়ান ফেইচ বলেছেন, যে প্রতিযোগিতাটি সামগ্রিকভাবে একটি বন্ধুত্বপূর্ণ ইভেন্ট।’দাড়ির যত্ন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যার যত সুন্দর দাড়ি রয়েছে তাঁর স্টাইল তত সুন্দর।
অস্ট্রিয়া থেকে আগত প্রতিযোগী Fritz Sendlhofer (ছবি সৌজন্যে রয়টার্স )
তবে জার্মানির এই দাড়ি চ্যাম্পিয়নশিপে যোগ দিতে,হলে অবশ্যই অংশগ্রহণকারীদের জার্মানির বাসিন্দা বা প্রাসঙ্গিক ক্লাবের সদস্য হতে হবে।তবে মন খারাপের কারণ নেই। আগামী বছর ২৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের অকল্যান্ডে রয়েছে আরেকটি বিশ্ব দাড়ি এবং গোঁফ চ্যাম্পিয়নশিপ । তাই দেরি না করে লেগে পড়ুন দাড়ির পরিচর্যায়।