নখ সাজানো নিয়ে আমরা যতটা উতসাহিত থাকি সেভাবে নখের যত্ন নিয়ে মাখায় ঘামাই না অনেকেই। ফলে নানা রকমের নেল আর্টের সরঞ্জামের ব্যবহারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আমাদের নখ। হুঁশ ফেরে যখন তখন নখের নিজস্ব আভা হারিয়ে নখের রঙ হয়েছে হল্দেটে। অথবা নখের স্বাস্থ্য খারাপ হয়ে নখ ভঙ্গুর হয়ে গেছে। নখ নিয়ে আপনিও কি এই সব সমস্যায় ভুগছেন? তা হলে নখের স্বাস্থ্য বাড়াতে এই ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন। যেমন-
পাতিলেবু ও বেকিং সোডা দিয়ে নখের যত্ন
উপকরণ
কী ভাবে ব্যবহার করবেন
গরম জলে ভিনেগার দিয়ে ফিরিয়ে আনুন নখের হারানো জেল্লা
উপকরণ
কী ভাবে ব্যবহার করবেন
নেল বাফার ও টুথপেস্ট দিয়ে নখের হারানো জেল্লা ফিরিয়ে আনুন
উপকরণ
কী ভাবে ব্যবহার করবেন
ব্যস কেল্লা ফতে! দেখনবেন কেমন আবার আগের মত সুন্দর হয়ে উঠেছে আপনার নখ। হয়ত নখের এই রূপে আপনি এমন মজলেন যে বেশ কয়েকদিন কোনও নেল আর্টই মনে ধরল না।