কলকাতা : ত্রিপল চুরি মামলায় আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চল নন্দীর আবেদন খারিজ আদালতের অবকাশকালীন বেঞ্চের। পূজা অবকাশ এর পর নিয়মিত বেঞ্চে তার আবেদনের শুনানি হবে।
আরও পড়ুন মাদক-কাণ্ডে বম্বে হাই কোর্টে আরিয়ানের জামিনের শুনানি
কাঁথির পুরভবন থেকে ত্রিপল চুরির মামলায় মানিকতলা থানা, কাঁথি থানাসহ চঞ্চল নন্দীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত চঞ্চল নন্দীকে জামিনে রাখা হয়েছে। এদিন অবকাশকালীন বেঞ্চে সে আবেদন রাখে তার বিরুদ্ধে সমস্ত মামলার তদন্তের উপরে স্থগিতাদেশ জারি করুক আদালত। কিন্তু শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চল নন্দীর এই আবেদন খারিজ করে দেয় আদালতের অবকাশকালীন বেঞ্চ।
আরও পড়ুন লাগামছাড়া দাম-বৃদ্ধি পেট্রোপণ্যের, ত্রিপুরায় প্রতিবাদে পথে নামল তৃণমূল
এই বিষয়ে সরকারি আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ইতিমধ্যে এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের নিয়মিত বেঞ্চে বিচারাধীন রয়েছে। সুতরাং এমতাবস্থায় এই আবেদনে হস্তক্ষেপ করতে পারে না অবকাশকালীন বেঞ্চ।
চঞ্চল নন্দীর আবেদনে সাড়া না দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন, পূজা অবকাশ এর পর নিয়মিত বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। আগামী ১০ নভেম্বর পরবর্তী শুনানি হবে বলেই জানানো হয়েছে।