নভেম্বরের ২৬ তারিখ মুক্তি পাবে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সলমন খানের ছবির সংলাপ ঠিক যেমন গরমাগরম হয়ে থাকে ‘অন্তিম’-ও ঠিক তেমনই। ছবিতে হিন্দুস্থানের ভাইজানের সঙ্গে মুখোমুখি লড়াই করতে দেখা যাবে আয়ুশ শর্মাকে।
আরও পড়ুন : ভাইজানের ‘অন্তিম’ স্ট্র্যাটেজি
আয়ুশ- সলমনের দুর্ধর্ষ লড়াই আসলে কিন্তু সত্য আর মিথ্যার লড়াই আর সব শেষে সত্যের জয় মানে, ভাইজানের জয়! ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর পরিচালক মহেশ মঞ্জরেকর। বড়পর্দাতেই মুক্তি পাবে সলমনের রাজবীর সিং অবতার।
ছবি মুক্তির আগে দেখে নিন ট্রেলার :